রাস༺্তায় নাবালিকা তুতো বোনকে দাঁড় করিয়ে বিয়ের প্রস্তাব বছর ৩০-এর যুবকের। সেই সঙ্গে জোর ꦅকরে হাত ধরা ও অপর এক বোনকে চড় মারা। ১ মাস কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
মুম্বইয়ের মুলুন্দের ম্যাজিস্ট্রেট আদাল🐻ত এই শুনানি দিয়েছে।
১৩ বছর আগে
নাবালিকা ২ ফেব্রুয়ারি ২০০৯-এ ভান্দুপ থানায় অভিযোগ দায🎶়ের করেছিল। তখন সে নবম শ্রেণীতে পড়ত। সে জানায়, স্কুল থেকে ফেরার সময় তার চাচাতো ভাই হাত ধরে নেয়। এরপর তাকে বিয়ে করতে বলে। নাবালিকা জানায়, ওই যুবক তাঁর হাত ধরে ꩲটানাটানি করছিলেন। তাকে তাঁর বাড়িতে নিয়ে যেতে চাইছিলেন।
দিদিকে এমন অবস্থায় দেখে ছুটে আসে ওই নꦅাবালিকার বোন। এদিকে তাকেও ওই যুবক চড় মারেন।
আদালত কারাদণ্ডের꧅ পাশাপাশি ১,০০০ টাকা জরিমানা করেছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আরডি ডাঙ্গে বলেন, ভুক্তভোগী জানিয়েছেন যে, অভিযুক্তের কৃতকর্মের কারণে তিনি ক্ষুব্ধ এবং লজ্জিত বোধ করেছিলেন। ঘটনার সময় তার বয়স ১৬ বছরেরও কম ছিল।
অভিযুক্তের আইনজীবী আদালতের ক্ষমা প্রার্থনা করেন এবং অপরাধীদের বিচার আইনের✤ অধীনে ভালো আচরণের শর্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। ম্যাজিস্ট্রেট ডাঙ্গে তার প্রেক্ষিতে বলেন, ৩৫৪ নম্বর ধারা (একজন মহিলার শালীনতা ভঙ্গকারীর বিরুদ্ধে ফৌজদারি নিয়ম) অনুযায়ী এটি এক মহিলার বিরুদ্ধে অপরাধ।
আদালত আরও বিবেচনা করে যে অপরাধের প্রকৃতি, তার বয়স এবং তার বিরুদ্ধে অন্যান্য মামলার বিচারাধী♏নতা বিবেচনা করে, এটি অপরাধী আইনের সুবিধা পাওয়ার উপযুক্ত মামলা নয়।
যদিও ওই ব্যাক্তির বিরুদ্ধে ৩২৩ নম্বর ধারার (স্বেচ্ছায় আঘাত করা) অপরাধে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। কারণ আদালত ভুক্তভোগীর এবং🍸 তার বোনের সাক্ষ্য খুঁজে পায়নি।
আদালত জানিয়েছে, একজন পুরুষ, কোনও ♔মহিলার আত্মীয🍬় হলেও তাঁর সম্মতি ছাড়া শরীর স্পর্শ করার অধিকার নেই।
বর্তমানে ওই ব্যক্তির বয়স ৪৩ বছর।