মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল ওলা ইলেকট্রিক স্কুটার। একদিন নয়। পর পর বহুদিন এমন হয়েছে। 🥃অথচ ওলা কর্তৃপক্ষের ‘হেল্প ডেস্ক’ থেকে মেলেনি কোনও সাহায্য! এমনই অভিযোগ তামিলনাড়ুর পৃথ্বীরাজ গোপীনাথনের। আর ক্ষোভের বশে তিনি নিজের নতুন ই স্কুটারটিতে ধরিয়ে দিলেন আগুন। উল্লেখ্য, সারা দেশে একের পর এক ই স্কুটার নিয়ে ভয়াবহ কাণ্ডের মাঝে তাঁর নিজের স্কুটারটিও সমস্যা শুরু করায় অত্যিষ্ট হয়ে উঠেছিলেন গোপীনাথন। আর সেই থেকে রাগের বশে তিনি জ্বালিয়ে দেন তাঁর স্কুটারটি।
গোটা ঘটনার ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে হাতে জ্বালান▨ি তেল নিয়ে তা আস্ত স্কুটারে ছড়িয়ে দিচ্ছেন ওই ব্যক্তি। তারপর নিমেষে দেশলাই বাক্স খুলে ধরিয়ে দিচ্ছেল আগুন। মুহূর্তে ওলা এসওয়ান প্রো গাড়িটি জ্বলতে শুরু করে। ঘটনার কথা তিনি টুইটারে জানান। সেখানে ওলাকে পাঠানো তাঁর অভিযোগটিও তুলে ধরেন। অভিযোগ পত্রে তিনি লেখেন, 'এই নিয়ে চতুর্থবার আমি অভিযোগ করছি। ছিল ২০ শতাংশ চার্জ আর হঠাৎ করে তা ০ শতাংশ হয়ে যায়✃। ফোন করার চেষ্টা করেছিলাম আপনাদের স্টুপিড ইডিয়োটিক কাস্টমার কেয়ারে। কোনও উত্তর পাইনি।'
এক প্রথম সারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি এই স্কুটার কেনার পর থেকেই পড়েছেন সমস্যায়। জানুয়ারি মাসে তিনি এই স্কুটার কেনেন। তারপর থেকেই সমস্যা শুরু হয় গাড়িতে। এরপর ওলা ই স্কুটারের রেজিস্ট্রেশনের জন্যফেে আরটিও♚ অফিস গিয়েছিলেন পৃথ্বীরাজ। সেখান থেকে ফেরার পথে গাড়ির ব্যাটারি শেষ হয়ে যায়। ক্ষোভে ফেটে পড়ে ত🥂িনি মাঝ রাস্তাতেই গাড়িতে আগুন ধরিয়ে চলে যান।