জাতিগত হিংসার আগুনে পুড়ছে মণিপুর। এই আবহে সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এসেছে, যাতে দাবি করা হচ্ছে, এন বীরেন সিং নিজেই বলছেন যে তাঁর কথায় রাজ্যে জাতিগত হিংসা শুরু হয়। এবার সেই অডিয়ো ক্লিপের ফরেন্সিক পরীক্ষা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবকে এই পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার মুখবন্ধ খামে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন। এরই সঙ্গে এই মামলা সুপ্রিম কোর্টেই শোনা হবে, নাকি তা মণিপুর হাই কোর্টে যাবে, তা নিয়েও সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, দাবি করা হচ্ছে, এই অডিয়ো ক্লিপটি বীরেন সিংয়ের কোনও বন্ধঘর মিটিংয়ে রেকর্ড করা হয়েছিল। একজন হুইসেলব্লোয়ার সেটিকে প্রকাশ করেছেন। অভিযোগ, তাতে শোনা যাচ্ছে যে বীরেন সিং বলছেন, মৈতৈ গোষ্ঠীকে রাজ্যের অস্ত্রাগার লুট করতে দিয়েছিলেন তিনিই। এদিকে কোনও মৈতৈকে যাতে গ্রেফতার না করা হয়, তাও নিশ্চিত করেছিলেন বীরেন। (আরও পড়ুন: 𒉰ট্রুডোর সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, ২৫% শুল্ক থেকে আপাতত রেহাই পেল কানꦡাডা)
আরও পড়ুন: এবার 🤡সামরিক বিমানে করে 'অবৈধ অভিব💟াসীদের' ভারতে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প
এদিকে এই অডিয়ো ক্লিপ সংক্রান্ত মামলার শুনানির শুরুতেই বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন, তখন তিনি মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের আয়োজিত একটি পার্টিতে অংশ নিয়েছিলেন। তবে 'কুকি অর্গনাইজেশন ফর হিউম্যান রাইটস'-এর হয়ে মামলা করা অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ জানিয়ে দেন, তাতে কোনও সমস্যা নেই। এদিকে আবেদনকারীদের দাবি, প্রকাশ্যে আসা এই অডিয়ো ক্লিপ থেকে স্পষ্ট যে ইচ্ছে করে মণিপুরে এই জাতিগত হিংসা শুরু করা হয়েছিল। আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের আবেদন জানাচ্ছেন কুকিরা। এদিকে প্রশান্ত ভূষণ দাবি করেছেন, এই অডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই ট্রুথ ল্যাবকে দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, ভয়েস স্যাম্পেলের ৯৩ শতাংশই বীরেন সিংয়ের সঙ্গে মিলে যাচ্ছে। তবে কেন্দ্রের তরফ থেকে এই মামলায় সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, ট্রুথ ল্যাবের রিপোর্টকে ধ্রুব সত্যি বলে ধরে নেওয়া যায় না। এরপরই সিএফএসএল-কে এই অডিয়ো ক্লিপ পরীক্ষার নির্দেশ দেন প্রধান বিচারপতি। (আরও পড়ুন: ডিগবাজি বিস্ফোরক ম﷽দনের, 'পদ বিক্রির অভিযোগ' ইস্যুত🔴ে চিঠি বক্সীকে, মিত্র লিখলেন…)