২০১৪ সালে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সেবছরই ৩ অক্টোবর থেকে শুরু হয় মন কি বাত অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্প্রচারিত হল। মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পরꦐ্বের যাবতীয় লাইভ আপডেট পেতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
একাধিক জন আন্দোলনের জন্ম ‘মন কি বাত’ থেকে, বললেন মোদী
স্বচ্ছ ভারত, আজাদি কা অমৃত 🍬মহোৎসবের মতো উদ্যোগ জন আন্দোলনে পরিণত হয়েছে মনি কি বাত অ🎀নুষ্ঠানের থেকেই।
মণিপুরী তরুণীর সঙ্গে কথা বললেন মোদী
পদ্মের ফাইবার থেকে কাপড় তৈরি করা মণিপুরী তরুণীর সঙ্গে কথা বল👍লেন মোদী।
মোদীর গলায় ‘ভোকাল ফর লোকাল’
জম্মু ও কাশ্মীরের পেনসিল ও স্লেট প্রস্তুতকারক এক ব্যবসায়ীর সঙ্ꦍগে কথা ব🔯লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ভোকাল ফর লোকাল’-এর উল্লেখ করেন মোদী।
‘মেয়ের সাথে সেলফি’ প্রচারাভিযানের স্মৃতিচারণায় মোদী
‘মেয়ের সাথে সেলফি’ প্রচারাভিযানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার যে ব্যক্তি এই ক্যাম্পেন চালু করেছিল𒈔েন, তাঁর সঙ্গে কথা বলেন প্রধানꦿমন্ত্রী।
‘সমস্ত নাগরিককে অভিনন্দন’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: ২০১৪ সালের অক্টোবরের ৩ তারিখ বিজয়া দশমীর দিন আমরা একসাথে মন কি বাত শুরু করি। আজ আমি মন কি বাতের ১ဣ০০তম পর্বে সমস্ত নাগরিককে অভিনন্দন জানাতে চাই। এই শো আমাদের নাগরিকদের প্রতিফলন। এখানে আমরা ইতিবাচক থাকার চেষ্টা করি।
‘প্রতিটি পর্বই বিশেষ’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: আমি বিশ্বাস করতে পারছি না যে মন কি বাত শুরু হওয়ার পর এত বছর ক🍰েটে গিয়েছে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার মনে বিশেষ স্থান করে নিয়েছে।
মুম্বইতে শিন্ডের সঙ্গে মন কি বাত শুনছেন শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ💃্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ ♑শিন্ডে মহারাষ্ট্রের মুম্বাইতে মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব শুনছেন।
‘মানুষ মন কি বাতের প্রশংসা করছেন’
জেপি নড্ডা টুইট করে বলেন, ‘মন কি বাত ১০০তম পর্বে পৌঁছেছে এবং মানুষের মধ্যে এর জ🃏নপ্রিয়তা বেড়েছে। লোকেরা এই অনুষ্ঠানের প্রশংসা করেছে এবং প্রধানমন্ত্রী মো🍌দী সামাজিক ক্ষেত্রে এই অনুষ্ঠানের মাধ্যমে অবদান রেখেছেন।’
‘মন কি বাত’ না ‘মৌন কি বাত’
কংগ্রেস নেতা জরাম রমেশ টুইট করে লেখেন, ‘আজকে ফেকুমাস্টার স্পেশাল। মন কি বাতের ১০০তম পর্বকে মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে। কিন্তু চিন, আদানি, অর্থনৈতিক বৈষম্য, নিত্যপ্রয়োজ🔜নীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, মহিলা কুস্তিগীরদের অপমান, কৃষক সংগঠনকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়া, দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এটা ‘মৌন কি বাত’।’
নিউইয়র্কে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে মন কি বাত শুনবেন জয়শংকর
নিউইয়র্কে ভারতীয় বংশোদ🍸্ভূতদের সঙ্গে যোগ দিয়ে মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব শুনবেন বিদেশমন্ত্রী এস♊ জয়শংকর। নিজেই টুইটারে ছবি পোস্ট করে তা জানান তিনি।
‘মন কি বাত’ নিয়ে মোদীর টুইট
টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আজ সকাল ১১টার সময় নিশ্চয় মন কি বাত শুনবে😼ন। এটি সত্যিই একটি অসাধারণ যাত্রা। এখানে আমরা ভারতীয় জনগণের সম্মিলিত চেতনার উদযাপন করেছি। অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে তুলে ধরেছি।’
২২টি ভারতীয় ভাষা এবং ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত ‘মন কি বাত’
২২টি ভারতীয় ভাষা এবং ১১টি বিদেশি ভাষায় অনুবাদ হয়েছে মন কি বাত। ই𓆏ংরেজি ছাড়াও অনুষ্ঠানটি ফরাসি, 🧔চিনা, ইন্দোনেশিয়ান, তিব্বতি, বার্মিজ, বেলুচি, আরবি, পশতো, ফার্সি, দারি এবং সোয়াহিলি ভাষায় সম্প্রচারিত হয়েছে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠান।
নতুন উদ্যোগে মন কি বাতের অবদান
'ইনস্টিটিউট ไফর কম্পিটিটিভনেস'-এর রিপোর্টে বলা হয়েছে, স্বচ্ছ ভারত অ🐲ভিযান, আয়ুষ্মান ভারত, কোভিড টিকাদান, ই-সঞ্জীবনী, ফিট ইন্ডিয়া আন্দোলন, জলশক্তি অভিযান, অটল ভুজল যোজনা, নমামি গঙ্গে, ডিজিটাল ইন্ডিয়ার মতো নতুন উদ্যোগ এবং নারীর ক্ষমতায়নের মতো উদ্যোগে ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিশেষ অবদান রয়েছে।
'মন কি বাত' নিয়ে রিপোর্ট 'ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেস'-এর
'মন কি বাত' নিয়ে এক রিপোর্ট প্রকাশ ಞকরা হল। রিপোর্টটি তৈরি করেছে 'ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেস'। সেই রিপোর্টে দাবি করা হল, 'মন কি বাত' এখন আর শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং বহু মানুষের কাছে এক অনুপ্রেরণাদায়ক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
১০০ কোটি মানুষ একবার না একবার শুনেছেন মন কি বাত
সরকারের তরফে জানানো হয়, দেশের ১০০ কোটি মানুষ একবার না একবার হলেও প্রধানমন্ত্রী মোদীর এই 'মন কি বাত' অনুষ্ঠান শুনেছেন। প্রায় ২৩ কোটি মানুষ নিয়মিত 'মন কি বাত' শোনেন বলে দ🎶াবি করা হয়েছে আইআইএম রোহতক একটি সমীক্ষায়। সমীক্ষা রিপোর্টটি প্রকাশ করেছিলেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী।
দেশের ৪ লাখ জায়গায় দেখানো হবে মন কি বাত
দেশ জুড়ে প্রায় ৪ লাখ জায়গায় মন কি বাতের ১০০তম পর্ব দেখানোর পরিকল্পনা করেছে বিজেপি। জানা গিয়েছে, সব রাজ্যের রাজভবনে, বিজেপি ও তাদের জোটসঙ্গী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর বাসভবনেও মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের বিশেষ উদ্🅷যোগ নেওয়া হয়েছে।
লন্ডনেও সম্প্রচারিত হবে মন কি বাত
লন্ডনে ভারতীয় হাইকমিশন🔯েও মোদীর 'মন কি বাত' সম্প্রচারিত হবে আজ। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার সময় মন কি বাতের স্ক্রিনিংয়ের উদ্যোগ নিয়েছে ভারতীয় হাইকমিশন।
মন কি বাত নিয়ে টুইট রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী দূতের
রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী দূত এক টুইট বার্তায় লিখেছেন, 'রাষ্ট্রসংঘের সদর দফতরে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব লাইভ সম্প্রচার করা হবে। এই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রস্𒐪তুত হন।' টুইট বার্তায় আরও লেখা হয়েছে, 'মন কি বাত অনুষ্ঠানটি জাতীয় ঐতিহ্য হয়ে উঠেছে। প্রতি মাসে লক্ষ লক্ষ লোককে ভারতের উন্নয়নমূলক যাত্রায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করছে এই অনুষ্ঠান।'
'মন কি বাতে'র ১০০তম পর্ব সম্প্রচারিত হবে রাষ্ট্রসংঘে
আজকের মন কি বাতে🏅র এই পর্বটি দেখানো হবে রাষ্ট্রসংঘে। জানা গিয়েছে, রাষ্ট্রসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে এই অনুষ্ঠানটি💎 দেখানো হবে। যা নদিরবিহীন।