মঙ্গলে তিনি দিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা। তার ২৪ ঘণ্টার মধ্যে বুধবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর দিলেন বিধায়ক পদ থেকেও ইস্তফা। এদিকে, হরিয়ানায় বিজেপির সরকারে রদবদল নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন এক ইঙ্গিতবহ বার্তায় মনোহর লাল খট্টর বলেছিলেন, ‘হতে পারে এটা লোকসভা ভোটের জন্য। আমার মনে হয় এটা সম্ভব, সংসদীয় বোর্ড (বিজেপির) যౠা সিদ্ধান্ত নেবে। আমি তা মানব।’
এদিকে, মনোহরলাল খট্টরের ওই ইঙ্গিতবহ🐼 বার্তার পরই বুধবার বিধায়ক পদ থেকেও তিনি ইস্তফা দেন। প্রসঙ্গত, এই ইস্তফার পর খট্টরের রাজনৈতিক জীবন নিয়ে যে জল্পনা চলছিল, তা কার্যত আরও উস্কানি পেল। বেশ কিছু মিডিয়া রিপোর্ট, তাদের সূত্রকে তুলে ধরে দাবি করেছে, যে এবার লোকসভা ভোটে সম্ভবত লড়তে পারেন মনোহরলাল খট্টর। রিপোর্টে ꦐবলা হচ্ছে, তিনি সম্ভবত হরিয়ানার কারনাল কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। খট্টর বলেন, তাঁর কাছে নির্দেশ এসেছে, পার্টির নেতৃত্ব তাঁকে নতুন দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে জল্পনা রয়েছে যে, সম্ভবত মনোহরলাল খট্টর এবারের লোকসভা ভোটে দাঁড়াতে পারেন।
এদিকে, হরিয়ানায় নবনিযুক্ত মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির সরকার আস্থা ভোট জিতে নিয়েছে। সদ্য বিজেপির তরফে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে সাইনি নিয়েছেন মঙ্গলবার শপথ। তাঁর মন্ত্রিসভার আরও ৫ মন্ত্রীও মঙ্গলবার শপথ নিয়েছেন। সাইনির মন্ত্রিসভায় রয়েছেন, দুষ্মন্ত সিং চৌতালার কাকা রঞ্জিত। এদিকে, লোকসভা ভোটে আসন বণ্টন ঘিরে দুষ্মন্তের জেজেপির সঙ্গে দূরত্ব বাড়ে বিজেপির। এই পরিস্থিতিতে হরিয়ানায় বিজেপি তার ♋সরকারে আমূল পরিবর্তন আনে। মনোহরলাল খট্টরের সরকারে একাধিক মন্ত্রী দেন ইস্তফা। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন মনোহর খট্টর।
এদিকে, বিজেপি লোকসভা ভোটে তার প্রথম দফার ১৯৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে, আজই খনিক আগে বিজেপি প্র⛄কাশ্যে এনেছে অরুণাচল প্রদেশে তাদের প্রার্থীদের তালিকা। অন্যদিকে, সদ্য কিছুদিন আগেই গভীর রাতে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি বৈঠকে বসে পার্টির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে। তারপরই দেখা গিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের ইস্তফার ঘটনা। তারপর বুধবারেই তিনি বিধায়ক পদ থেকেও দিয়েছেন ইস্তফা। এদিকে হরিয়ানায় ওবিসি গোষ্ঠী থেকে নায়াব সাইনিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে কার্যত ভোটব্যাঙ্কের দিকে বিজেপি খেয়াল রেখেছে বলে দাবি বহু মহলের। আপাতত নজর হরিয়ানার বিজেপির প্রার্থী তালিকায়।