বিমান যাত্রীর ব্যাগে থাকা মারিজুয়ানা চুরি করে তা বিক্রি করার অভিযোগ দুই বিমানকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। বহু দিন ধরে এভাবে তার💎া যাত্রীর ব্যাগ থেকে মারিজুয়ানা নিয়ে তা বিমানবন্দরের বাইরে বিক্রি করত বলে জানা যাচ্ছে। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে তারা ধরা পড়ে।
ইউনাইটেড এয়ারলাইন্সের দুই বিমানকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যাত্রীর ব্যাগ থেকে মারিজুয়ানা চুরি করার। এইভাবে যাত্রীদের থেকে মারিজুয়ানা চুরি করে ১০ হাজার মার্কিন ডলার প্রতি সপ্তাহে তারা কামিয়ে ফেলত, বলে জানা গিয়েছে। বিমানবন্দরে ব়্যাম্প কার্গো এজেন্ট জোয়েল ডান ও আন্দ্রিয়ান ওয়েব, এই দুই কর্মী আরও ৩ জন কর্মীকে সঙ্গে নিয়ে বছরের পর বছর ধরে এভাবে বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ থেকে মারিজুয়ানা চুরি করত বলে অভিযোগ। ১৫ থএকে ২০ গ্যালনের ট্র্যাশব্যাগে তা ভরে বিমানবন্দরের ভিতর থেকে হত পাচার। তারপর সেই ব্যাগ ব্যক্তিগত গাড়িতে তুলে নিত অভিযুক্তরা। এই বছর ৯ জুন ক্যালিফোর্নিয়ায় একটি অভি🔴যোগের জেরে এই বিষয়ে তদন্ত করে পুলিশ।
জানা যাচ্ছে , জোয়েল ডান ও আন্দ্রিয়ান ওয়েবের মধ্যে ডান ছিল এই গোটা চক্রের পান্ডা। আর ওয়েব ছিল তার ঘনিষ্ঠ শাগরেদ। দু'জনের যুগলবন্দিতে এই প্লট মেনে বহুদ🥂িন ধরে চলত মারিজুয়ানার বিক্রি ও চুরি। গোটা ঘটনা জানার পর তা কোনও টানটান ওয়েবসিরিজের অংশ মনে হতেই পারে। ২০২০ সাল থেকে ডান এই কাজ করছে। তখনই সে বিমান সংস্থার আরও এক কর্মীকে এই কাজ করতে অনুপ্রাণিত করে। গত ৮ জুন, ওয়েব ও ডানকে বন্দুক দেখিয়ে কেউ ব্যাগ হাতিয়েছিল বলে জানা যায়। সেকথা তারা পুলিশকে জানালেও মারিজুয়ানার সম্পর্কে কিছু বলেনি।