বাংলা নিউজ > ঘরে বাইরে > Marital Rape Case in Supreme Court: 'প্রভাব পড়বে সমাজে', বৈবাহিক ধর্ষণ ইস্যুতে শীর্ষ আদালতকে বললেন সলিসিটর জেনারেল
বৈবাহিক ধর্ষণ ইস্যুতে 'ব্যতিক্রমে'র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দাখিল করা পিটিশনের জবাব দিতে বলা হল কেন্দ্রকে। আজ সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছিল। সর্বোচ্চ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই প্রেক্ষিতে আজ বলেন, এই ইস্যুটির প্রভাব পড়বে সমাজে। তিনি আরও জানান, কয়েক মাস আগে রাজ্যগুলিকে এই বিষয়ে তাদের মতামত জানানোর জন্য বলেছিল কেন্দ্র। এর আগে ২০১৭ সালে আদালতে হলফনামা দিয়ে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেছিল কেন্দ্রীয় সরকার। পরে আবার কেন্দ্র জানায়, বৈবাহিক ধর্ষণ নিয়ে মত পুনর্বিবেচনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বর্তমান অবস্থান জানতে চেয়ে জবাব চাইল শীর্ষ আদালত। (আরও পড়ুন: 'বাবা হারানোর পর চাকরি...', ভাইরাল অ্যামাজন কর্মীর পোস্ট, অফিস জুড়ে কান্না✱কাটি)