পায়𒆙েল আবদুল্লা। ওমর আবদুল্লার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁদের। সুপ্রিম কোর্ট সোমবার তার কাছ থেকে জবাব চেয়েছে। তবে সময় দেওয়া হয়ꦛেছে। ওমর আবদুল্লার থেকে আলাদা থাকেন তিনি। কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লার। নিষ্ঠুরতার অভিযোগ তুলে তিনি স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন।
শুনানির সময় আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছেন, এই বিয়ের মৃত্য়ু হয়েছে। কারণ ওই 🐈দম্পতি দীর্ঘ ১৫ বছর পরস্পরের থেকে আলাদা থাকেন। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহ পায়েল আবদুল্লাকে ৬ সপ্তাহ সময় দিয়েছেন জবাব দেওয়ার জন্য।
হাইকোর্ট জানিয়েছে, পারিবারিক আদালত যে যে সিদ𝓰্ধান্ত নিয়েছিল তার কোনও ভুল নে🦹ই। তারা জানিয়েছিল নিষ্ঠুরতার কথা যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়, এটা অপ্রত্যাশিত। আবেদনকারী( ওমর আবদুল্লাহ) যে দাবি করেছেন যে তার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা হত তার কোনও প্রমাণ মেলেনি।
কোর্ট জানিয়েছেন, একটা নজিরও দেখা যায়নি যেখানে বলা যেতে পারে যে এমন 😼একটা প✤রিস্থিতি এসেছে যে দুজনের একসাথে থাকা যাচ্ছে না। বরং এটা দেখা যাচ্ছে ডিভোর্স ফাইল করার পরেও তাদের মধ্য়ে টানা যোগাযোগ ছিল।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দিল্লি হাইকোর্ট ওমর আবদুল্লাহর ডিভোর্সের আবেদন খারিজ করে দিয়েছিল। কারণ তারা বলেছিল এই আবেদনের মধ্যে কোনওꦛ সারবত্তা নেই।