সেপ্টেম্বর মাসে কমল মারুতি সুজুকির বিক্রি। গত মাসে মোট ৮৬,৮৩০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ১,৬০,৪৪২ ইউনিট বিক্রি হয়েছিল।গত বছর করোনা পরিস্থিতিতে বিক্রি এমনিতেই কম ছিল। কিন্তু এ বছর করোনা অনেকটাই স্থিমিত। তার মধ্যে আরও কমে গেল গাড়ির বিক্রি। উত্সবের মরশুমের আগে সাধারণত গাড়ির বিক্রি বাড়ে। কিন্তু এবার তার উল্টোটাই হয়েছে মারুতির। প্রায় ৪৬% কমেছে বিক্রি।ঠিক একইভাবে অগস্টেও আগের বছরের তুলনায় বিক্রি কমেছিল মারুতির।কিন্তু এই বিক্রি কমার কারণ কী?সংস্থা জানিয়েছে, সেমি-কন্ডাক্টর চিপের মত ইলেকট্রনিক যন্ত্রাংশের ঘাটতির কারণে দ্রুত উত্পাদন সম্ভব হচ্ছে না। বিশ্বজুড়েই এখন সেমি-কন্ডাক্টর চিপের ঘাটতি চলছে।আগেই মারুতি সুজুকি জানিয়েছিল যে সেপ্টেম্বরে তাদের উৎপাদন প্রায় ৬০% শতাংশ কমবে। এর প্রভাব বিক্রিতেও পড়বে বলে আগে থেকেই বলেছিল মারুতি। তবে এই পরিস্থিতি থেকে দ্রুত বেরনোর চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। তবে অন্যদিকে টাটা ও স্কোডার মতো সংস্থাগুলি গাড়ির বিক্রি বেড়েছে বলে জানিয়েছে। গাড়ি উত্পাদন, বিক্রি শিল্পের সঙ্গে দেশের লক্ষ-লক্ষ মানুষের রুজিরুটি প্রত্যক্ষভাবে জড়িত। তাই অর্থনৈতিক দিক থেকে এটি বেশ গুরুত্বপূর্ণ।