পাকিস্তানের পঞ্জাব প্রভিন্স এবার পেল প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পাকিস্তানের পিএমএনএল-এন নেতা নওয়াজ শরিফের কন্যা মারিয়াম শরিফ, পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তখতে বসছেন। ৫০ বছর বয়সী মারিয়াম পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে সদ্য রℱয়েছেন।
উল্লেখ্য, প🌳াকিস্তানের পঞ্জাব প্রভিন্সের ভোটে সদ্য হয়েছে নির্বাচন। সেখানে প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের নেতারা ওয়াক আউট করলে, কার্যত বিরোধীশূন্য রাজনৈতিক ময়দানে জয়ী হন মারিয়াম। ভোটের ফলাফল বলছে, নওয়াজ শরিফের কন্যা মারিয়াম নওয়াজ, এই পঞ্জাব প্রভিন্সের ভোটে পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী রানা আয়ুবকে হারিয়ে দেন। ১২০ মিলিয়ন মানুষের বসবাসের পঞ্জাবে এই ভোট ছিল সব দিক 🎀থেকে গুরুত্বপূর্ণ। এদিকে, ভোটের আগে, মারিয়ামকে দেখা গিয়েছিল তাঁর মায়ের কবরস্থল জাতি উমরাতে প্রার্থনা করতে। তারপর তিনি ,সেই ভোটে লড়েন। যেখানে অসামান্য সাফল্য নিয়ে পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সের ভোটে তিনি জিতে সেখানর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
এদিকে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে হয়েছে ভোট পর্ব। ভোটের ফলাফলে ঝড়ের গতিতে এগিয়েছেন জেলবন্দি ইমরান খানের পার্টি পিটিআইয়ের সমর্থিক নির্দলরা। এদিকে, ভোটের পর দেখা যায়, সেখানে পিএমএলএন ও পিপিপি এহার জোট গড়ে সরকার গড়ার পথে। তবে পাক রাজনীতিতে টুইস্ট এনে সেখানের প্রধানমন্ত্রীর পদে নওয়াজ শরিফের জায়গায় তাঁর ভাই শাহবাজকে বসানো হচ্ছে। নওয়াজ কন্যা মারিয়াম এবার পঞ্জাব প্রভিন্সের মুখ্যমন্ত্রী হচ্ছেন। উল্লেখ্য, যতদিন পাকিস্তানে নওয়াজ শরিফ ছিলেন না ততদিন সেখানে দলের তরফে কর্মভার সামলেছেন মারিয়াম ও তাঁর কাকা শাহবাজ শরিফ। সেই জায়গা থেকে এবার মারিয়ামের ওপর⛎ এই দায়িত্বভার বেশ তাৎপর্যপূর্ণ।
এদিকে, ꦺপাকিস্তানের পঞ্জাব প্রভিন্সে মারিয়ামের এই মুখ্যমন্ত্রী হওয়ার ঘটনা পাকিস্তানের পঞ্জাবের রাজনৈতিক ইতিহাসে বড় ঘটনা। পিএমএলএনএর তরফে বলা হয়েছে, ‘ আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন মহিলা পঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন। মরিয়াম নওয়াজ শরিফ প্রথম মহিলা যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।’