অজয় রামোলা
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় শনিবার সকালে কেদারনাথ মন্দিরের কাছেꦿ ভয়াবহ তুষারধস। তবে জেলা প্রশাসন জানিয়েছে এই হিমানি সম্প্রপাতের জেরে কোনও হতাহতের খবর নেই। সরস্বতী নদীর জলতলের বৃদ্ধি হয়নি। কেদারনাথ যাত্🙈রা আগের মতোই হচ্ছে।
বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির মুখ্যকার্যনไির্বাহী আধিকারিক যোগেন্দ্র সিং জানিয়েছেন, কেদারনাথের মন্দির থেকে ৬-৭ কিমি দূরে একটি তুষারধস নেমেছিল। চোরাবারি হিমবাহের কাছেই এই ঘটনা।তবে এর জেরে সরস্বতী নদীতে জল বাড়েনি।
এদিকে গত মাসে ২২ সেপ্টেম্বর এখানেই একটি বড় তুষারধস হয়েছিল বলে খবর। তবে গতমাসের চেয়ে এবার🅺 সেই হিমবাহের ✱ধসের আয়তন আরও বেশি।
কেদারনাথের পূজারি আনন্দ বলেন, মন্দিরের চারদিকে যে প্রাচীর তৈরি করা হয়েছে সেটিকে আরও শক্তপোক্ত করা দরকার যাতে আগামী দিনে দুর্যোগ এলে মন্দিরের🌌 ক্ষয়ক্ষতি না হয়।
এদিকে পুরোহিতদের দাবি, বার বার ওই এলাকায় চপার উড়ছে। এলাকায় নির্মাণকাজেরও꧋ কম্পন হচ্ছে। তার জেরেই এই ধস নামতে পারে।
বদ্রিনাথ-কেদারনাথ মন্♋দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় বলেন, হেলিপ্যাড ও নির্মাণের কম্পনে যে কম্পন হচ্ছে সেজন্য ধসের সম্ভাবনা কম। তবে এদিন মন্দিরের ক্ষয়ক্ষতি হয়নি।