বিভিন্ন পরীক্ষার অনলাইন আবেদনের দিন পিছোল কেন্দ্র, জানুন বিশদে
1 মিনিটে পড়ুন Updated: 30 Apr 2020, 04:04 PM ISTমন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে পরীক্ষার জন্য𒉰 অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরিবর্তিত দিনক্ষণ।
মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে পরীক্ষার জন্য𒉰 অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরিবর্তিত দিনক্ষণ।
লকডাউনের জেরে বিপাকে পড়া পরীক্ষার্থীদের কথা ভেবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন পরীক্ষার জন্য অন♏লাইন আবেদনের তারিখ পিছোল ন্যশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
এ দিন কেন্দ্✤রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইটারে এই বিষয়ে বিশদে জানিয়েছেন।
কেন্দ্রীয় মানবসম෴্পদ উন্♏নয়ন মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরিবর্তিত দিনক্ষণ।
আরও পড়ুন: জুলাই🐭য়ে ফাইনাল সেম পরীক্ষা, সেপ্টেম্বরে কলেজে ভর্তি চালু🐲- UGC-র ১৬ দফা গাইডলাইন
নির্দেশিকা অনুযায়ী, ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২০, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ🎐্ববিদ্যাল⛦য়ে (IGNOU) পিএইচডি-র জন্য প্রবেশিকা পরীক্ষা ২০২০ এবং ওপেনম্যাট(এমবিএ) অর্থাৎ OPENMAT(MBA) পরীক্ষা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (JNUEE) ২০২০ এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) পরীক্ষা ২০২০-এর তারিখ ১৫ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।