জীবনধারণের খরচ ক্রমেই বাড়ছে। আর তার জেরে এবার উদ্বেগের ছবি ইউনাইটেড কিংডমে। একটি ইংরাজি সংবাদমাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি এমনটাই হয়ে গিয়েছে যে বহু෴ মানুষ একবেলা খাচ্ছেন। একবেলা খাবারটা স্কিপ করে দিচ্ছেন। এমনকী গোটা দিন না খেয়েই কাটিয়ে দিচ্ছেন কেউ কেউ। সাম্প্রতিক সময়ে এম🧜নই তথ্য সামনে আসছে।
সূত্রের খবর, ইউকেতে জীবন যাপনের খরচ ক্রমেই বেড়ে যাচ্ছে। স্বল্প ইনকাম রয়েছে এমন পাঁচটি পরিবারের মধ্যে একটি পরিবারের মধ্যে খাদ্য সুরক্ষার অভাব দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে এই পরিস্থিতি আরও বেশি করে তৈরি হয়েছে। ༺ফুড ফাউন্ডেশন চ্যারিটি সূত্রে খবর, কোভিড লকডাউনের প্রথম সপ্তাহের সময় যা পরিস্থিতি ছিল তার থেকেও আরও বেশি মানুষ ক্ষুধার্ত থাকছেন বর্তমান সময়ে।
ফাউন্ডেশন সূত্রে খবর, জানুয়ারি মাস থেকে ক্ষুধার্ত থাকার স্তর আগের তুলনায় ক্রমেই বাড়ছে। গত মাসে দেখা যাচ্ছে অন্তত ১০ মিলিয়ন পূর্ণবয়স্ক মানুষ ও ৪ মিলিয়ন শিশু র🍒োজ খেতে পাচ্ছেন না।
বহু ক্ষুধার্ত শিশু তাদের সহপাঠীদের কাছ থেকে খাবার চুরি করে খেয়ে নিচ্ছে। এমনকী মাত্র একটি পাঁউরুটি নিয়ে দুপুরবেলা খাচ্ছে। ৮০০,০০০ শিশ🐎ু যাতে বিনামূল্যে খাবার পায় তার দাবিও উঠতে শুরু করেছে।
এদিকে সরকারি নীতিকဣেও এর জন্য দায়ী করা হচ্ছে। পাবলিক হেল্থ এক্সপার্ট স্যার মাইকেল মারমট জানিয়েছেন, যেভাবে ক্ষিদে বাড়ছে তা উদ্বেগজনক। এর জেরে ডায়াবেটিস, মানসিক অসুস্থতা সহ নানা সমস্যা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, রোজ পরিস্থিতি কতটা বিগড়ে যাচ্ছে তা শিক্ষকরাও বুঝতে পারছেন।