প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হো🎃সেন, তার ভাই শাহ আলম ও আরও চারজনকে উত্তরপূর্ব দিল্লিতে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত করল দিল্লি কোর্ট। আদালত জানিয়েছে, হিন্দুদের খুন করা ও তাদের ক্ষতি করার জন্য় জনতার একেবারে স্পষ্ট অভিসন্ধি ছিল।
বৃহস্পতিবার অ্য়াডিশনাল সেশন জাজ পুলস্ত প্রমচালা তাহির, 💖আলম, তনভির মালিক, নাজিম ও কাসিমের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ দাঙ্গার নানা ধারা আরোপ করেছে।
২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি জনৈক অজয় ঝা গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর দয়ালপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় আদালত জানিয়েছে, তথ্য ও প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে তাহির হোসেনের বাড়িতে সেদিন অনেকেই জড়ো হয়েছিলেন। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পেট্রল বোমাও জড়ো করেছিলেন কয়েকজন। আর এসবই হয়েছিল হিন্দুদের উপর হামলার জন্য। প্রত্যেকে জড়ো হয়েছিল হিন্দুদের উপর হামলার জন্য। আর সেদি✨ন জনতার এই আচরণ জানিয়ে দিচ্ছে তাদের একেবারে 🎀স্পষ্ট মতলব ছিল হিন্দুদের খুন করা ও তাদের ক্ষতি করা।
এদিকে অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, টিআইপি যথাযথ হয়নি। ঘটনার ভিডিও এ🦩বং অস্ত্ܫর উদ্ধার সেভাবে হয়নি। তবে আদালত জানিয়ে দিয়েছে সাক্ষীরা যেখানে অভিযুক্তের নাম বলছেন সেখানে টিআই প্যারেডের দরকার নেই। পাশাপাশি আদালত জানিয়েছে, সেই নির্দিষ্ট অস্ত্রটি উদ্ধার না হওয়ার জন্য় মামলা খারিজ হওয়ার কোনও ব্যাপার নেই।