‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট জিনপিং উভয়ই দায়িত্বশীল নেতা। দুদেশের মধ্যে সমস্য়া মেটাতে তাঁরা নিজেরাই সমর্থ। এজন্য আলাদা কোনও শক্তির নাক গলানোর প্রয়োজন নেই।’ শনিবার এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জোরের সঙ্গে তিনি জানিয়েছেন,' রাশিয়ার সঙ্গে ভারতের অংশীদারিত্ব নিয়ে কোথাও কোনও দ্বিধা নেই।' অন্য়দিকে মস্কো ও বেজিংয়ের মধ্যে সম্পর্ক নিয়েও কোথাও কোনও দ্বন্দ্ব নেই🅘 বলেও জানিয়েছেন তিনি।
এর সঙ্গেই তিনি বলেন, ‘আমি জানি ভারত ও চিনের মধ্য়ে সম্পর্ক নিয়ে কিছু ইস্যু রয়েছে,কিন্তু এটাও জানি যে প্রতিবেশী দেশগুলির মধ্যে এরকম নানা ইস্যু থাকে। তবে আমি ভারতের প্রধানমন্ত্রী ও চিনের প্রেসিডেন্টের মনোভাব জানি। তাঁরা অত্যন্ত দায়িত্বশীল মানুষ। তাঁরা একে অপরকে শ্রদ্ধার চোখেই দেখেন। আমি বিশ্বাস করি তাঁরা যে কোনও ইস্যু যেটার মুখোমুখি তাঁরা হচ্ছেন তার সমাধানেও তাঁরাꦡ পৌঁছবেন।কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এক্ষেত্রে অন্য আঞ্চলিক শক্তির নাক গলানো উচিৎ নয়।; একটি ভার্চুয়াল কথোপকথনে একথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। প্রসঙ্গত ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংক্রান্ত কিছু জটিলতা এখনও থেকে গিয়েছে। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট একথাও জানিয়েছেন, ’ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্কের দ্রুত উন্নতি হচ্ছে। এর একটি স্ট্র্যাটেজিক দিকও রয়েছে।' বিভিন্ন ক্ষেত্রে এই পারস্পরিক সহযোগিতার রাস্তা খুলছে বলেও মতামত দিয়েছেন তিনি।