দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ৫২ জন সদস্য ছিলেন।
দ্বিতীয় দফার মন্𒁃ত্রিসভায় বড়সড় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বড়সড় নামের উপর যেখানে কোপ নেমে এসেছে, সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যকে। ভোটব্যাঙ্কের চিন্তাও মাথাও রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ 🥃জন নেতা শপথ নিলেন। সেই তালিকায় বাংলার চারজনও থাকলেন। তবে কেউ ক্যাবিনেটে ঠাইঁ পেলেন না।
একাধিক হেভিওয়েট মন্ত্রী-সহ ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ, বাদ বাবুল ও দেবশ্রী
Modi Cabinet Reshuffle 2021: একাধিক হেভিওয়েট মন্ত্রী-সহ ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ, বাদ বাবুল ও দেবশ্রী - আরও পড়ুন
07 Jul 2021, 06:12 PM IST
শপথ নিচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
শপথ নিচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সꦓিন্ধিয়া।
07 Jul 2021, 06:08 PM IST
শপথ নিচ্ছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল
শপথ নিচ্ছেন🍌 অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
07 Jul 2021, 06:07 PM IST
শপথ নিচ্ছেন টিমের নয়া সদস্যরা, হাজির মোদী-শাহ
শুরু শপথগ্রহণ পর্ব। হাজির আছেন প্রধানমন্ত্রী মোদী ♈এবং অমিত শা🧜হ।
07 Jul 2021, 06:07 PM IST
রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
07 Jul 2021, 05:57 PM IST
তৈরি মোদীর নয়া টিমের সদস্যরা, পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে
তৈর🍰ি মোদীর নয়া টিমের সদস্যরা। পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে।
07 Jul 2021, 05:52 PM IST
কেন দেবশ্রী চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হল? উঠে এল একাধিক কারণ
কেন দেবশ্রী চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হল? উঠে এল একাধিক কারণ - আরও পড়ুন।
07 Jul 2021, 05:49 PM IST
১২ জন মন্ত্রীর পদত্যাগ গ্রহণ রাষ্ট্রপতি ভবনের
বুধবার বিকেলের রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মন্ত্রিসভার ১২ জন সদস্যের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁরা হলেন - কেন্দ্রীয় তথ্য ও 𝔉সম্প্রচার মন্ত্রী জাভড়েকর, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’, সন্তোষ কুমার গাঙ্গোওয়ার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল𒊎 সুপ্রিয়, কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী সদানন্দ গৌড়া, ধোত্রে সঞ্জয় শামরাও, রত্তন লাল কাটারিয়া, প্রতাপচন্দ্র সারঙ্গি এবং দেবশ্রী চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
07 Jul 2021, 05:24 PM IST
মোদীর সঙ্গে বিজেপি সাংসদরা
মন্ত্রিসভায় রౠদবদলের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে সাত লোককল্যাণ মার্গে বিজেপি সাংসদরা। তাঁদের সঙ্গে কไথা বলেন মোদী।
চার কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছে বাংলা, মোদীর মন্ত্রিসভায় নয়া মুখ ৪৩,দেখুন তালিকা -- আরও পড়ুন।
07 Jul 2021, 05:16 PM IST
মোদীর মন্ত্রিসভায় সদস্য বেড়ে দাঁড়াচ্ছে ৭৮
দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ৫২ জন সদস্🐭য ছিলেন। এবার তা বে🌳ড়ে দাঁড়াচ্ছে ৭৮।
07 Jul 2021, 05:16 PM IST
PM Modi's Cabinet Reshuffle: আরও বড় হচ্ছে মোদীর মন্ত্রিসভা, বাদ একাধিক হেভিওয়েট
দ্বিতীয় দফার মন্ত্রিসভা෴য় বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বড়সড় নামের উপর যেখানে কোপ নেমে এসেছে, সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যকে। ভোটব্যাঙ্কের চিন্তাও মাথাও রাখা হয়েছে। আপাতত যা খবর, বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন নেতা শপথ নিতে চলেছেন।💧 সেই তালিকায় বাংলার চারজনও আছেন।