জি-৭ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ইতালি পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জয়ের পরে এটাই মোদীর প্রথম বিদেশ সফর। ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনির আমন্ত্রণে সে দেশের আপুলিয়া অঞ্চলে জি-৭ আউটরিচ অধিবেশনে অংশ দিতে গিয়েছেন মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এই সমম্মেলনে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। ভারত ছাড়াও আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, কেনিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া এবং তুরস্কের নেতাদের এই আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। (আরও পড়ুন: আর ৪% নয়, এবারে ব💛া💛ংলার সরকারি কর্মীদের ডিএ বাড়ল ১০ শতাংশ, জারি নয়া বিজ্ঞপ্তি)
আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বড় খবর, GPF-এ সুদের হার নিয়েಌ করা হল নয়া ঘোষণা
শুক্রবারই জি-৭ আউটরিচ সেশনের সূচনা হবে ইতালিতে। তাতে অংশ নেবেন ম♑োদীও। তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনি আয়োজিত 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনার্জি, আফ্রিকা-মেডিটেরানিয়া' শীর্ষক একটি শীর্ষ অধিবেশনে অংশ নেবেন। এই অধিবেশনে পোপ ফ্রান্সিসও যোগ দেবেন। এদিকে এই আউটরিচ অধিবেশন নিয়ে মোদী বলেন, ভারতের সভাপতিত্বের অধীনে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্যকে জি-৭ অধিবেশন সমন্বয় তৈরি করার সুযোগ হিসাবে ব্যবহার করবেন তিনি। এই আবহে জি-৭ আউটরিচ অধিবেশনে গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তিনি।
এদিকে এই সফরকালে মেলোনি-সহ বিশ্বের তাবড় নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন মোদী। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জা🌌পানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মোদীর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা থাকলেও তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কোনও পরিকল্পনা নেই। জল্পনা রয়েছে যে মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলতে পারেন এই অধিবে꧃শনের ফাঁকে। তবে সেই বর্তালাপ কখন হতে পারে, তা এখনও কোনও নিশ্চয়তা নয়।
এদিকে জি-৭ অধিবেশনে অংশ নিতে ইউরোপে গেলেও আগামী ১৫ থেকে ১৬ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হতে চলা ইউক্রেন শান্তি সম্মেলনে অংশ নেবেন না মোদী। অবশ্য বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানান, এই বৈঠকে 'উপযুক্ত স্তরে' ভারতের প্রতিনিধিত্ব থাকবে✨। যদিও নয়াদিল্লি এখনও সিদ্ধান্ত নেয়নি যে ভারতের তরফ থেকে কে এই শান্তি সম্মেলনে অংশ নেবেন।