আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 𓂃নরেন্দ্র মোদী। সেখানে এইটিই প্রথম হিন্ꦓদু মন্দির। BAPS সংস্থা-র এই হিন্দু মন্দিরের রাজকীয় উদ্বোধন পর্বে মন্দিরের এক পাথরের গায়ে মোদী একটি বিশেষ বার্তা খোদাই করেন। যাতে লেখা রয়েছে, ‘বসুধৈব কুটুম্বকম’। আবুধাবির এই প্রথম হিন্দু মন্দিরে তিনি স্বামীনারায়ণ দেবের মূর্তিত পদতলে ফুল অর্পণ করে পুজো দেন। মন্দিরের ‘গ্লোবাল আরতি’-তেও তিনি অংশ নেন।
উল্লেখ্য, ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাজকীয় রাম মন্দির। সেদিন সেখানে ছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। এরপর ১৪ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে নরেন💙্দ্র মোদী আবুধাবিতে উদ্বোধন করলেন সেদেশের প্রথম হিন্দু মন্দির। উল্লেখ্য, এই BAPS সংস্থা-র তরফে দেশে ও বিদেশে মিলিয়ে ১২০০ টি মন্দির স্থাপিত হয়েছে। 🍸এরপর বাহারিনে উদ্বোধন হবে আরও একটি মন্দিরের। তার জমিও পেয়ে গিয়েছে সংগঠন। সেই ঘোষণা হয়েছে সদ্য। এদিকে, মোদী এই প্রস্তরখণ্ডে খোদাইয়ে লেখা ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা মূলত ‘গোটা বিশ্ব একই পরিবার’ বার্তা তুলে ধরে। বাসুধৈব কুটুম্বকম একটি সংস্কৃত বাক্যাংশ যা হিন্দু গ্রন্থে পাওয়া যায় যেমন মহা উপনিষদ। আর সেই সংস্কৃত শব্দবন্ধনীর বার্তাই মোদী দিয়েছেন এদিন।
( India Vs Pakistan: পুলওয়ামাকাণ্ডের বার্ষিকী💞র দিনে সꦏীমান্তে পাক গুলিবর্ষণ, মোক্ষম জবাব ভারতের)