প্রতীক সিং মহল
সিধ𒐪ু মুসেওয়ালা খুনের মামলা ধৃত এক অভিযুক্ত চম্পট দিল পুলিশের ক্রাইম ইনভেসটিগেশনের হেফাজত থেকে। পঞ্জাব পুলিশের এক কর্তা জানিয়েছেন, দীপক তিনু নামে ওই ব্যক্তি পালিয়ে গিয়েছে। মুসেওয়ালা খুনের ঘটনায় পঞ্জাব পুলিশ তিহাড় জেল থেকে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছিল। সে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পর✃িচিত। সেকারণেই দীপককে জেরার জন্য আনা হয়েছিল।
এদিকে গত মে মাসে গায়ক তথা রাজনীতিবিদ সিধু মুসেওয়ালাকে তার বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়। পঞ্জাব স♍রকার তার কাছ থেকে সুরক্ষা তুলে নিয়েছিল। তারপরেই তার উপর হামলা হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত♛ ২৪জনকে খুন করা হয়েছে।
এদিকে তদন্তকারীদের দাবি, গ্য়াংস্টার যগ্গু 𓆉ভগবানপুরিয়ার গ্য়াং অন্তত তিনবার ওই গায়ককে খুন করার জন্য তার কাছে গিয়েছিল। কিন্তু প্রচুর নিরাপত্তার বেষ্টনী দেখে সে এটা করতে পারেনি। পরে অবশ্য ওই গ্যাংকে পুলিশ গ্রেফতার কর🅺ে।
পুলিশ সূত্রে খবর, মণি রায়া ও মনদীপ সিং ওরফে তুফান মুসেওয়ালাকে শেষ পর্যন্ত খুন করতে পারেনি।পরে লরেন্স বিষ্ণোইএর টিম আরও বড় পরিকল্পনা করে। এরপরই ৬জন বন্দুকবাজকে জড়ো করেছিল ওই গ্যাং। তাদের একে ৪৭, গ্রেনেড দিয়ে পাঠানো হয়। এমনকী সেপ্টেম্বর মাসে মুসেওয়ালা মামলায় অভিযুক্তএক ব্যক্তি সলমন খানকে খুন করতে মুম্বরইতে রেইকি করেছিল। এমনটাই দꦕাবি পুলিশ।