কয়েকদিন আগেই দুধের দাম বাড়িয়েছে আমূল। এবার দিল্লিতে দুধের দাম বাড়ল মাদার ডেইরি। লিটার প্রতি দুই টাকা করে দাম বাড়িয়েছে মাদার ডেইরি। ৬ মার্চ থেকে নয়া দাম লাগু হবে। এর জেরে মধ্যবিত্তের উপর আরও চাপ বাড়ল। এক বিবৃতিতে মাদার ডেইরির তরফে বলা হয়েছে, কৃষিকাজে খরচ বৃদ্ধি ও জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে মাদার ডেইরি বাধ্য হয়ে লিটার পিছু দুই টাকা করে দুধের দাম বাড়াচ্ছে।আজকে মাদার ডেইরি জানায়, বাল্ক ভেন্ডেড বা টোকেন দুধ লিটার পিছু বিক্রি হবে ৪৬ টাকায়। এর আগে এটা বিক্রি হত ৪৪ টাকায়। তাছাড়া মাদার ডেইরির আল্ট্রা প্রিমিয়ামের আধা লিটারের দাম বেড়ে হয়েছে ৩২, ফুল ক্রিম দুধের এক লিটার ও আধ লিটারের প্যাকেটের দাম বেড়ে যথাক্রমে হয়েছে ৫৯ ও ৩০, টোনড দুধের এক লিটার ও আধ লিটারের প্যাকেটের দাম বেড়ে যথাক্রমে হয়েছে ৪৯ ও ২৫, ডবল টোনডের এক লিটার ও আধ লিটারের প্যাকেটের দাম বেড়ে যথাক্রমে হয়েছে ৪৩ ও ২২, কাউ মিল্কের এক লিটার ও আধ লিটারের প্যাকেটের দাম বেড়ে যথাক্রমে হয়েছে ৫১ ও ২৬, সুপার টি দুধের আধ লিটারের প্যাকেটের দাম বেড়ে হয়েছে ২৭।এর আগে ১ মার্চ থেকে বেড়েছে আমূল দুধের দামও। প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়ে দুধের। মূল্যবৃদ্ধির জেরে বর্তমানে আমূল গোল্ডের ৫০০ মিলিলিটারের প্যাকের দাম ৩০ টাকা হয়েছে, ৫০০ মিলিলিটারের আমূল তাজা বিক্রি হচ্ছে ২৪ টাকায়, ৫০০ মিলিলিটারের আমূল শক্তি বিক্রি হচ্ছে ২৭ টাকায়।