আইনজীলী হরিশ সালভে। মার্কিন ধনকুবের হিন্ডেনবার্গের বিরুদ্ধে সরব হয়েছিলেন হরিশ সালভে। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র শন🐬িবার হরিশ সালভেকে পালটা আক্রমণ করলেন। আসলে হিন্ডেনবার্গের বিরুদ্ধে তদন্ত চেয়েছিলেন সালভে। আর তার জেরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন এমপি মহুয়া মৈত্র।
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক্সপার্ট কমিটিকে দিয়ে একটি তদন্তের নির্দেশ দিয়েছে। আদানি গ্রুপ সংক্রান্ত ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছে কি না এটা দেখার জন্য় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিꦐকে হিন্ডেনবার্গ দাবি করেছিলেন আদানি কোম্পানি মার্কেটে নানা ধরনের অনিয়ম করেছে। ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে গোটা বিষয়কে।
এনডিটিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে হরিশ সালভে জানিয়েছিলꦇেন, হিন্ডেনবার্গ গুড সামারিটান নন। তিনি ভালো চান না। শেয়ার শর্টিংয়ের মাধ্যমে যারা বিপু🦂ল অঙ্কের টাকা এদিক ওদিক করেছে তা নিয়ে তদন্ত করা দরকার।
এদিকে হিন্ডেনবা🎃র্গ এই ইস্যু তোলার পর থেকেই মার্কেটে ব্যাপক ক্ষতির মুখে পড়ে আদানি গোষ্ঠী। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে সমস্যায় পড়ে আদানি গ্রুপ।
পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্💫ডেনবার্গের মন্তব্যের পরেই প্রায় ১০ বিলিয়൲ন ক্ষতির মুখে পড়েছিল কোম্পানি।
এদ💯িকে এবার সালভেকে ধারাবাহিকভাবে টুইট করে বিদ্ধ করেছেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, মিস্টার নাগপুর উকিল সাহেব আদানির কাছ থেকে ফিজ আদায় করুন। এটা আপনি পারবেন। এবার হাম্পটি ডাম্পটিকে কেউ বাঁচাতে পারবে না।
প্রাক্তন সলিসিটর জেনারেল এনডিটিভিকে জানিয়েছিলেন, মধ্যবিত্ত বিনিয়োগকারীদের টাকা যেখানে বিনিয়োগ করা হয়েছিল সꦉেই জায়গায় শেয়ারকে কমিয়ে কাদের লাভ হল সেটা তদন্ত করে দেখা দরকার।
সালভে জানিℱয়েছেন𒆙, তদন্তকারীদের দেখা দরকার এটা মার্কেট ম্যানিপুলেশনের জন্য করা হয়েছিল কি না। তারা যাতে শেয়ার ট্রেডিং করতে না পারে তার ব্যবস্থা করা দরকার। এনিয়ে নজির তৈরি করা দরকার। যদি কোনও রিপোর্ট বেরিয়ে আসে তবে তা নিয়ে সেবিতে যাওয়া দরকার।
এর সঙ্গে🔯 তাঁর সংযোজন,যদি আপনারা কোম্পানিগুলিকে আক্রমণ করার জন্য় আপনারা এই ধরনের রিপোর্টকে ব্যবহার কর𓂃েন তবে সেবি চুপচাপ বসে থাকবে না।
এই খবরটি আপনি পড♍়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup