আইপ𝕴িএস অফিসার জি সম্পত কুমারের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার আবেদন করলেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। গতকাল মামলাটি বিচারপতি পিএন প্রকাশ এবং বিচারপতি আরএমটি তিকা রম♏নের বেঞ্চের সামনে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে মামলাটি আর শেষ পর্যন্ত উত্থাপিত হয়নি। আগামী সপ্তাহে মামলাটি উত্থাপিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
আবেদনে ধোনি দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট এবং 🌸মাদ্রাজ হাই কোর্টের বিরুদ্ধে অপমানজনক এবং অবমাননাকর মন্তব্য করেছেন আইপিএস অফিসার। তাঁর এই মন্তব্য বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। এই কারণে অপরাধমূলক অবমাননার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, এর আগে আইপিএস সম্পত কুমার অভিযোগ করেছিলেন যে বিচারপতি মুদগল কমিটির রিপোর্টের (২০১ সালের আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে স্বাধী♒নভাবে তদন্ত করার জন্য গঠিত) কিছু অংশ প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট। বিশেষ তদন্ত দলকে সেই তথ্য প্রদান করেনি শীর্ষ আদালত।
ধোনি বলেন, সম্পতের মন্তব্যের ইঙ্গিত - সিল করা রিপোর্টের তথ্য প্রকাশ না করার পিছনে সুপ্রিম কোর্টের কোনও ‘উদ্দেশ্য রয়েছে’। এমএস ধোনি আরও অভিযোগ করেন, সম্পত মাদ্রাজ হাই কোর্টকে অসম্মান করেছেন। অ্যাডভোকেট জেনারেলের অফিস এবং মাদ্রাজ হাই কোর্টের মনোনীত সিনিয়র কাউন্সেলদের বিরুদ্ধেও কলঙ্কিত করেছেন আইপিএস অফিসার। প্রসঙ্গত, ২০১৩ সালে আইপিএলে ম্🌌যাচ-ফিক্সিং কাণ্ডে নড়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনও অভিযুক্ত হয়েছিলেন এই ঘটনায়। ২০১৫ সালের সিএসকে আর রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য 🎀আইপিএল থেকে সাসপেন্ড করা হয়।