জুন মাসে যা বৃষ্টি হয়, তা ১২ দিনেই পেরিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ১২ জুন পর্যন্ত সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয়, এবার তার থেকে ৪৫৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে মুম্বইয়ে। তবে এখনও সেই বর্ষণ কমছে না। বরং আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মুম্বই-সহ কঙ্কন উপকূলের সর্বত্র 'লাল' সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। ইতিমধ্যে লাগাতার বর্ষণে রীতিমতো বিপর্যস্ত মুম্বই। সান্তাক্রুজের আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ টা ৩০ পর্যন্ত) ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল ৫ টা ৩০ মিনিট থেকেই হয়েছে ৭৬.৫ মিলিমিটার বৃষ্টি। মৌসন ভবনের তথ্য অনুযায়ী, চলতি বছর জুনে এখনও পর্যন্ত ৬৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমনিতে জুনে গড়ে ৫০৫ মিলিমিটার বৃষ্টি হয়। আর ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত সাধারণত ১১৪.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। তারপর কিছুটা বৃষ্টি কমলেও নিদেনপক্ষে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। সোমবার থেকে মঙ্গলবার মুম্বইয়ে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে।এছাড়াও শনিবার ও রবিবার থানে এবং রায়গড় ও রত্নাগিরিতে 'লাল' সতর্কতা জারি করেছে সতর্কতা।মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ১৫ জুন পর্যন্ত পশ্চিমঘাট পর্বত সংলগ্ন মহারাষ্ট্রের জেলা এবং উপকূলবর্তী কর্নাটকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে কঙ্কন উপকূলে বৃষ্টিপাত হবে।