করোনাভাইরাসের দ্বিতীয় ‘ঢেউ’ (সেকেন্ড ওয়েভ) কি তাহলে আছড়ে পড়তে চলেছে মুম্বইয়ে? সাম্প্রতিক করোনা-চিত্রের জেরে রীতিমতো সেই আতঙ্ক গ্রাস করেছে বাণিজ্য নগরীকে। প্রায় তিন মাস পর বুধবার মুম্বইয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার দিনসংখ্যাও উল্লেখজনকভাবে কমেছে।বুধবার মহানগরীতে ১,১৬৭ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। তার ফলে গত ২৮ নভেম্বরের পর এই প্রথম মুম্বইয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। সেদিন ১,০৬৩ জন সংক্রমিত হয়েছিলেন। শুধু তাই নয়, গত বছর করোনার প্রকোপ শুরুর পর থেকেই সর্বোচ্চ দৈনিক আক্রান্তের তালিকার দ্বিতীয় স্থানে আছে বুধবারের পরিসংখ্যান। গত বছরের ২৮ অক্টোবর ১,৩৫৪ জন নয়া আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। সবমিলিয়ে আপাতত মুম্বইয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১,৬৯৯। বুধবার অবশ্য আচমকা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়নি। গত সপ্তাহের অধিকাংশ দিনেই উল্লেখজনকভাবে নয়া আক্রান্তের সংখ্যা বাড়ছিল। ডিসেম্বরের পর প্রথমবার সপ্তাহের বেশিরভাগ দিনই আক্রান্তের সংখ্যা ৭০০-র উপর থাকছিল। একইসঙ্গে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার বেড়েছে। গত সপ্তাহে শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ৩৯৩ দিন লাগছিল। এখন তা কমে দাঁড়িয়েছে ২৯৪ দিনে। বেড়েছে গড় সংক্রমণ বৃদ্ধির হারও।সংক্রমণের দিক থেকে উদ্বেগ তৈরি হওয়ার পাশাপাশি বুধবার মহানগরীতে চারজনের মৃত্যু হয়েছে। তার ফলে বাণিজ্য নগরীতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৪৫৮। মৃত্যুর হার ঠেকেছে ৩.৯ শতাংশে। উর্ধ্বমুখী সংক্রমণের ফলে স্বভাবতই মঙ্গলবারের (৫,৪৬৬) তুলনায় বুধবার বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা (৫,৯৮৬)। সুস্থতার হার হয়েছে ৯৪ শতাংশ।