মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শেখ ডঃ মহম্মদ বিন আব্দুল করিম আল ইসা মঙ্গলবা🦩র ভারতের একতাবোধের 🦂 রীতিমতো প্রশংসা করেছেন। মুসলিম সম্প্রদায় কীভাবে দেশের জন্য গর্বিত হন সেকথাও জানিয়েছেন তিনি। নিউ দিল্লিতে ইন্ডিয়া-ইসলামিক কালচারাল সেন্টারে একটি অনুষ্ঠানে তিনি এনিয়ে মতামত দিয়েছেন।
তিনি বলেন, তারা ভারতীয় হিসাবে গর্ব বোধ করেন, তাঁদের সংবিধানের জন্য তারা গ𓄧র্ববোধ করেন। মূলত ভারতীয় মুসলিমদের কথাই বলতে চেয়েছেন তিনি।&nbs🐭p;
সেই সঙ্গেই ডঃ আল আসা মানবতার প্রতি ভারতের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ❀ভারতের বৌদ্ধকতা নিয়ে আমি অনেক কথা শুনেছি। আমারা এটা বলতে চাই যে নানা বৈচিত্র থাকা সত্ত্বেও একসঙ্গে থাকার ক্ষেত্রে, সহাবস্থানের ক্ষেত্রে ভারত গোটা বিশ্বের কাছে একটি মহান মডেল।
এদিকে মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শেখ ডঃ মহম্মদ বিন আব্দুল করিম আল ইসা প্রশংসা প্রসঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, আপনি ইসলামকে গভী💫র ভাবে অনুধাবন করেছেন।…ভার🌳ত ধর্ম, জাতি, সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে স্পেস দিতে চায়। ইসলাম অত্যন্ত গর্বের সঙ্গে ভারতের মাটিতে একটি উল্লেখযোগ্য জায়গা নিয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশনের ৩৩টি সদস্য দেশের মোট জনসংখ্যার প্রায় সমান ভারতের মুসলিম জনসংখ্যার পরিমাণ। তার একটিই কারণ হল বিশ্বের নানা আদর্শকে ভারত সাদরে গ্রহণ করে। নানা ধরনের বিশ্বাস ও সংস্কৃতিকে গ্রহণ করে ভারত।
মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জ🌺েনারেল শেখ ডঃ মহম্মদ বিন আব্দুল করিম আল ইসা ৬দিনের ভারত সফরে এসেছেন। ভারতের রাজনীতি, এখানকার সংস্কৃতির সঙ্গে একটা যোগসূত্র স্থাপন ক☂রতে চাইছেন তিনি। মুসলিম ওয়ার্ল্ড লিগ একটি আন্তর্জাতিক ইসলামিক এনজিও। এটা মূলত সৌদি আরবে তৈরি হয়েছিল। সৌদি আরব এটাতে ফান্ডিংও করে। এই সফরকে শান্তি সফর বলেও উল্লেখ করা হচ্ছে।
ওয়াকিবহাল মহলের মতে, অতꦇ্যন্ত তাৎপর্ꦛযপূর্ণ এই সফর। তিনি ভারতের অবস্থানের প্রশংসা করেছেন।