অ্যালিস ইয়োসুনেফিউ রিওর নেতৃত্বে এনডিপি আর তার সহযোগী বিজেপি, এটাই ছিল ভোটের আগের জোট নাগাল্যান্ডে । আর সেই জোটই এবার সরকার গঠনের দিকে এগোচ্ছে। ৬০ আসনের মধ্য়ে এনডিপি পেয়েছে ২৫ ও বিজেপি পেয়েছে ১২টি আসন। সবমিলিয়ে ৩৭ আসন তাদের ঝুলিতে। আর তাৎপর্যপূর্ণভাবে একাধিক রাজনৈতিক দল একেবারে উজাড় করে তাদের সমর্থন করার জন্য রীতিমতো লাইন দিয়ে দিয়েছে। আর এই সমর্থনের জেরে এটা বোঝা যাচ্ছে যে আবার বিরোধী শূন্য হতে পারে নাগাল্যান্ড বিধানসভা। এনপিপি পেয়েছে ৫টি আসন। রিওকে সমর্থন জানানোর জন্য তারা তৈরি। এনপিপি প্রেসিডেন্ট ডঃ অ্যানড্রিউ আহোত হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, NEDA'র অংশীদার হিসাবে আমরা রিওর নেতৃত্বে এনডিপিপি-বিজেপি সরকারকে সমর্থন করব।আমরা শনিবার এনিয়ে সমর্থন জানিয়ে চিঠিও পাঠিয়েছি।এদিকে একটা সময় নাগাল্যান্ডে এনপিএফ অত্যন্ত শক্তিশালী ছিল।এবার ২২টি আসনে লড়াই করেছিল তারা। সেখানে তারা মাত্র ২টি আসন পেয়েছে। দলের সম্পাদক আচুমবেমো কিকন জানিয়েছেন, আগে যে জোট সরকার ছিল তার অংশীদার ছিলাম আমরা। আমরা প্রাথমিকভাবে মিটিংও করেছি। দেখা যাক কী হয়।এর সঙ্গেই এনপিএফ জানিয়েছে, তারা বিরোধী আসনে বসতে চায়। তবে রাজ্যের স্বার্থে তাদের যদি সমর্থন করতে হয় তবে তারাও এতে রাজি। নাগা রাজনৈতিক ইস্যুর সমাধানের জন্যই তারা সমর্থন করতে রাজি। এদিকে ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি এবার রাজ্যের তৃতীয় বৃহত্তম পার্টি হিসাবে উঠে এসেছে। তাদের সাতজন বিজয়ী সদস্য় রয়েছেন। তারাও সরকার গড়ার জন্য লিখিতভাবে রিওর কাছে চিঠি লিখেছেন। অন্যদিকে LJP-RV, RPI-A দলের কাছেও দুজন করে বিধায়ক রয়েছেন। তাঁদেরও দাবি রাজ্যের স্বার্থে তারা সরকার গড়তে সহায়তা করবে। অপর নির্দল বিধায়করাও কার্যত সরকারকে সহায়তা করতে প্রস্তুত।নাগাল্যান্ডের এক চিকিৎসক ডিয়েথো আংগামি জানিয়েছেন, গণতন্ত্রে একটি ভারসাম্য থাকা অত্যন্ত দরকার। ফের যদি বিরোধী শূন্য রাজ্য হয় তবে সেটা হবে অর্থহীন। এটা রাজ্যের জন্য় ফের একটা রসিকতা হবে। অপর এক রাজনৈতিক বিশেষজ্ঞ আম্বা জামির জানিয়েছেন, বিরোধী শূন্য় সরকার তৈরি হলে তার একটি নেগেটিভ ফলাফল হবেই।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup