আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেকানো মোদীর নিজের সরকার নির্ভরশীল হয়ে পড়েছে তৃতীয় দফায়। এই আবহে জেডিইউ, টিডিপির মতো দলের ওপর ভরসা রাখতে হচ্ছে গেরুয়া শিবিরকে। আর তাই মন্ত্রিসভায় শরিকদের জায়গা করে দিতে হচ্ছে। এই আবহে বিজেপির কোন কোন হেভিওয়েটদের নাম বাদ পড়তে পারে এবারে? এবারের ভোটে হেরেছেন স্মৃতি ইরানি। এই আবহে মোদী ৩.০-র ক্যাবিনেট থেকে তিনি বাদ পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে বেলা পর্যন্ত ফোন পাননি অনুরাগ ঠাকুর। এদিকে রাজীব চন্দ্রশেখর এবার তিরুবনন্তপুরম আসন থেকে শশী থারুরের বিরুদ্ধে লড়ে অল্প ব্যবধানে হেরেছেন। তবে তাঁকে এবার মন্ত্রিসভা রাখা হচ্ছে না বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। এদিকে ভোটে হেরে নিশীথ প্রামাণিক, সুভাষ সরকারও বাদ পড়তে চলেছেন এবারে। এছাড়া ভোটে হেরেছেন অজয় মিশ্র টেনি। তাঁর ছেলেই লখিমপুর খেরিতে কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছিলেন। তাঁকেও এবারে সুযোগ দেওয়া হবে না বলেই খবর। এছাড়া সঞ্জীব বালিয়ান, অর্জুন মুন্ডা, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কৈলাস চৌধুরীরাও ভোটে হারার জেরে এবারে বাদ পড়তে চলেছেন বলে খবর। অবশ্য ভোটে হারলেও আন্নামালাইকে মন্ত্রী করা হচ্ছে এবারে। এর আগে ২০১৪ সালেও ভোটে হেরেছিলেন স্মৃতি ইরানি। তবে সেবার তাঁকে মন্ত্রী করা হয়েছিল। তবে এবার হয়ত আর তাঁর ভাগ্য খুলবে না। (আরও পড়ুন: জলদি ডিএ মিটিয়ে দেব, ভোট শেষ হতেই সকারি কর্মীদের মহার্ঘ ভা✅তা নিয়ে বড় ঘোষণা CM-র)
আরও পড়ুন: সোমবারও কি অফিসযাত্রীদের ভোগান্তি পোহাতে হবে শিয়ালদা শাখার লোকাল ট্রেনে?🦄
আরও পড়ুন: এবার হাওড়া শাখায় বাতিল বহু লোকাল, দেরꦡিতে ছাড়বে বহু ট্রেন, জানুন ♏বিশদে
উল্লেখ্য, মোদী ৩.০ সরকারে ৭৮ থেকে ৮১ জন মন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সবাই আজ শপথগ্রহণ করবেন না। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, আজ প্রায় ৩০ জন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা, অর্থ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক বিজেপির কাছেই থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া শিক্ষা, সংস্কৃতি, তথ্যসম্প্রচার, সংসদ বিষয়ক মন্ত্রকও বিজেপি নিজের কাছেই রাখতে পারে। রিপোর্ট অনুযায়ী আজ মোদীর সঙ্গে শপথ নিতে পারেন বিজেপির রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকড়ি, ধর্মেন্দ্র প্রধান, অর্জুন মেঘাওয়াল, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এস জয়শংকর, আন্নামালাই, মনোহরলাল খট্টর, সর্বানন্দ সোনেওয়াল, কিরণ রিজিজু, রাও ইন্দ্রজিৎ, হর্ষ মলহোত্রা, রক্ষা খাড়সে, বান্দি সঞ্জয়, জি কিষাণ রেড্ডি, অশ্বিনী বৈষ্ণব, জিতিন প্রসাদ, রভনীত বিট্টু, শান্তনু ঠাকুর, হরদীপ সিং পুরী, নির্মলা সীতারামন, গজেন্দ্র সিং শেখাওয়াত। (আরও পড়ুন: BJP-কে চাপে রেখে কি এক পা ꩵইন্ডিয়া💮র দিকে বাড়িয়ে রাখবেন নীতীশ? বড় দাবি JDU নেতার)
আরও পড়ুন: আনুষ্ঠানিক ঘোষণার আগেই 💫মোদী সরকারের দুই মন্ত্রীর নাম ফাঁস করলেন𓆉 প্রাক্তন সাংসদ!
আরও পড়ুন: সুযোগ সুবিধা নিয়ে বিবাদ 🦩থাকলে আর এই কাজ করতে পারবেন না সরকারি কর্মীর, বলছে আইন
র𓄧িপোর্টে দাবি করা হচ্ছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপির রাম মোহন নাইডু, হরিষ বালাযোগী, দগ্গুমালা প্রসাদরা মোদী ক্যাবিনেটে ঠাঁই পেতে পারেন। এছাড়া চন্দ্রশেখর পেমমাসানি প্রতিমন্ত্রী হতে পারেন। এদিকে নীতীশ কুমারের দলের লালন সিং এবং রাম ঠাকুর এবারে মোদী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। ওদিকে শরিকদের মধ্যে থেকে এলজেপির চিরাগ পাসওয়ানকে ক্যাবিনেট মন্ত্রী করা হতে পারে। এদিকে একনাথ শিন্ডের শিবসেনাকে একটি মন্ত্রক দেওয়া হতে পারে এবারে। অপরদিকে জনসেনার প্রতিষ্ঠাতা পবন কল্যাণকে মন্ত্রী করার বিষয়ে আগ্রহী বিজেপি। তবে তিনি নিজে মন্ত্রী না হলে তাঁর দলের কোনও সাংসদকে হয়ত মন্ত্রী নাও করা হতে পারে। এছাড়া গত মোদী সরকারে মন্ত্রী থাকা আপনা দল নেত্রী অনুপ্রিয়াকে এবারও মন্ত্রী করা হতে পারে।