জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে অংশ নিতে জাপানে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করলেন আজকে। এই বৈঠক প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিওতে পৌঁছেছেন। এরপরে তিনি জাপানের প্রাক্তন প্রধানমন্তꦜ্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন। এছাড়াও তিনি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ✃এই বৈঠকে ভারত-জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হবে।’
এর আগে মে মাসে জাপানে কোয়াডভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সামরিক সরঞ্জাম তৈরি, বাণিজ্য ও প্রযুক্তি সংক্রান্ত ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল সেবার। মুম্বই- আমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প নিয়েও আলোচনা হয়েছিল দুই🌌 রাষ্ট্রনেতার। তাছাড়া তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক স💦হযোগিতা, ৫জি পরিষেবা, সেমিকন্ডাক্টর সহ উন্নত প্রযুক্তির নানা দিক নিয়েও কথা হয়েছিল।
এদিকে এর আগে জাপানে পা রেখেꦉই মোদী টুইট করে লিখেছিলেন, ‘ট♔োকিওতে নেমে পড়েছি।’ সঙ্গে নিজের ছবিও পোস্ট করেন মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী এবং শিনজো আবের বন্ধুত্ব সর্বজনবিদিত ছিল। আজ বুদোকানে শিনজোর রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। প্রধানমন্ত্রী থাকাকালীন আবে ব্যক্তিগতভাবে ভারত-জাপান সম্পর্ককে দৃঢ় করতে সচেষ্ট হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তাঁর বিশেষ সম্পর্ক ছিল। একাধিক অনুষ্ঠানে মোদী-আবের বন্ধুত্ব প্রকাশিত হয়েছিল। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর শিনজো আবে একাধিকবার ভারতে এসেছিলেন।
প্রসঙ্গত, নিজের দলের হয়ে গত ৮ জুলাই রাজনৈতিক প্রচার করতে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে গিয়েছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। রাস্তায় দাঁড়িয়ে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তাঁকে গুলি করা হয়েছিল। ঘটনায় মূল অভিয꧙ুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়।