চলতি বছর অগস্টে উপরাষ্ট্রপতি হি🐎সেবে নির্বাচিত হন জগদীপ ধনখড়। এই শীতকালীন অধিবেশনেই প্রথমবার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। এই আবহে তাঁকে রাজ্যসভায় স্বাগত জানানোর বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘সংসদের উচ্চকক্ষে আদালতের অভাব অনুভব করবেন না ধনখড়।’ প্রসঙ্গত, জগদীপ ধনখড় এককালে পেশায় আইনজীবী ছিলেন। এরপর রাজনীতিতে প্রবেশ 𝓡করেছিলেন তিনি। এই আবহে মোদী বলেন, ‘রাজ্যসভায় আপনি (জগদীপ ধনখড়) এমন অনেকের সঙ্গে মুখোমুখি হবেন, যাঁর সঙ্গে সুপ্রিম কোর্টে আগে আপনার দেখা হয়েছে।’
ধনখড়ের উদ্দেশে মোদী বলেন, ‘আপনি একটি সাধারণ পরিবার থেকে এসেছেন। আপনি এখন যে মাইলফলকে পৌঁছেছেন তা দেশের অনেক মানুষের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। একজন কৃষকের ছেলে এবং সৈনিক স্কুলের ছাত্র। আপনার মধ্যে কৃষক এবং জওয়ান উভয়ই আছে।’ এদিকে আজ সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। মোদী বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন। তার আগে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সমাজের প্রান্তিক অংশ থেকে এসেছেন। এখন, আমাদের উপরাষ্ট্রপতি একজন কিষাণ পুত্র। যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী পরম্পরার সঙ্গে দেশের গৌরব বাড়🍨াতে অনেক বড় ওভূমিকা নিয়েছেন, সেভাবেই কিষাণ-পুত্র উপরাষ্ট্রপতি হিসাবে আমাদের দেশের গৌরব বাড়াবেন, সাংসদদের অনুপ্রাণিত করবেন। তাঁকে অনেক শুভেচ্ছা।’
এদিকে এদিন সংসদ অধিবেশন শুরুর আগে 🐼মোদী সব সাংসদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘নতুন সাংসদদের ব্যথা বুঝুন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ বিশৃঙ্খল হতে দেখলে নতুন সাংসদরা ব্যথিত হন। সমস্ত দলের নেতা ও সংসদের সকল সদস্যের কাছে আবেদন, যাঁরা প্রথমবার সংসদে এসেছেন, যাঁর♎া নতুন সাংসদ, তাঁদের বিতর্কে যোগ দেওয়ার সুযোগ দিন।’