মন কি বাতের ১১১তম পর্বে ভাষণ দিতে গিয়ে নির্বাচন থেকে শুরু করে অলিম্পিক নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তিনি ভারতীয় ভোটারদের গণতান্ত্রে জনগণের অটুট আস্থা রাখায় প্রশংসায় ভিয়ে দিলেন। আবার আসন্ন অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সমর্থনের জন্যে আবেদন জানালেন মোদী। এর আগে গতকাল টি২০ বিশ্বকাপে জয়ের পরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর রবিবার অলিম্পিক নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন মোদী। (আরও পড়ুন: নিয়মে বড় বদল, বাড়বে সরকারি কর্মীদের 'ইন হ্♔যান্ড স্যালারি', মিলবে ✅এককালীন টাকা)
আরও পড়ুন: ITR ডেডলাꦬইন, SBI-ICICI ক্রেডিট কার্ড... জুন শেষে পরিবর্তন ঘটছে এই ৫ নিয়মে
আজ প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আগামী মাসে এই সময়েই প্যারিস অলিম্পিক শুরু হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সকলেই অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য অপেক্ষা করে থাকবেন। আমি ভারতীয় দলকে অলিম্পিক গেমসের জন্য শুভকামনা জানাই। টোকিয়ো অলিম্পিকে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছিল। টোকিয়ো অলিম্পিকের পর থেকে আমাদের খেলোয়াড়রা প্যারিস অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আমরা যদি সব খেলোয়াড়দের পরিসংখ্যান দেখি, তারা প্রায় ৯০০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এই সময়কালে।' (আরও পড়ুন: এবার সরাসরি 'ছাঁটাই' করা হবে♍ সরকারি কর্মীদের? বিস্ফোরক নির্দেশিকায় কড়া সরকার)
আরও পড়ুন: বাংলায় বকেয়া ডি⛄এ ইꦅস্যুতে নয়া মোড়, সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন মমতা?