১২৫তম জন্মজয়ন্তীতে নেতাজি শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নকেন্দ্র মোদীর। আজ সকালে নেতাজির এক মূর্তিতে ফুল অর্পণ করে একটি ছবি টুইট করে দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নেতাজিকে সম্মান জানাতে আজ থেকেই রাজধানীতে শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের উত্সব। পাশাপাশি ইন্💮ডিয়া গেটে আজকেই নেতাজির হলোগ্রাম মূর্তিটি উন্মোচন করা হবে।
প্রধানমন্ত্রী মোদী এক টুইট বার্তায় লেখেন, ‘সকল দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর জয়ন্তীতে প্রণাম জানাই। আমাদের জাতির জন্য তাঁর অসামান্য অবদানের জন্য প্রত্যেক ভারতীয় গর্বিত।’ নেতাজির 💙জন্মদিন উপলক্ষে টুইঠ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷
এদিকে আজ আজ নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে নেতাজির একটি হলোগ্রাম মূর্তি উন্মোচিত করবেন মোদী৷ একসময় এখানেই ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের💖 ৭০ ফুট উঁচু মূর্তি দাঁড়িযে থাকত৷ পরে ১৯৬৮ সালে তা সরিয়ে দেওয়া হয়৷ সেখানেই এখন নেতাজির হলোগ্রাম মূর্তিটি সাময়িকভাবে রাখা হবে৷ সেখানে ৬ ফুট দৈর্ঘ্য এবং ২৮ ফুট প্রস্থের মূর্তি বসার কথা নেতাজির৷ যতদিন না সেখানে গ্রানাইট পাথরের নেতাজি মূর্তিটি এনে বসানো হচ্ছে ততদিন হলোগ্রাম মূর্তিটি থাকবে সেখানে৷ আজ সেই মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী৷