ন্য💙াশনাল ক্রাইম রেকর্ড 🔯ব্যুরোর (NCRB) সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মহিলাদের জন্য নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। তবে সংস্থার প্রকাশিত রিপোর্টের অন্য একটি তথ্য শঙ্কা জাগাবে মনে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী অ্যাসিড হামলার ঘটনায় সব রাজ্যের চেয়ে এগিয়ে বাংলা।
২০২২ সালের রিপোর্ট অনুযায়ী যোগীর রাজ্য উত্তরপ্༺রদেশকেও পিছনে ফেলে অ্যাসিড হামলায় এগিয়ে রয়েছে বাংলা। ২০১৮ সাল থেকে এই নিয়ে টানা তিন🅠বার অ্যাসিড হামলার ঘটনায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।
এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে দেশে মোট ২০২ꦺটি অ্যাসিড হামলার অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৪৮টি পশ্চিমবঙ্গের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে ২০২২ সালে ৩𝓀০ টি অ্যাসিড হামলা ঘটনা হয়েছে।
(পড়ুন। গোয়াতে নাবালিকা ধর্ষণের সং🔯খ্য়া 🌊সবথেকে বেশি, উদ্বেগের ছবি NCRB রিপোর্টে)
উদ্বেগের বিষয় হল, ২০২১ সালের তুলনায় বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে ১৪টি। অর্থাৎ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাসিড হামলা। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে অ্যাসিড ꦿহামলার শিকার ৯০ শতাংশ মহিলা। ඣ;
২০২১ সালের পরไিসংখ্যান অনুযাꦦয়ী দেশে ১৭৪টি অ্যাসিড হামলা হয়। এর মধ্যে ৩৪টি হয়েছে পশ্চিমবঙ্গে। আক্রান্তদের মধ্যে ৩০ জন ছিলেন মহিলা।
কেন অ্যাসিড হামলা বাড়ছে রাজ্যে? সমাজকর্মীদের একাংশের মতে অ্যাসিড বিক্রির ক্ষেত্রে প্রশাসনের নজরদারি না থাকা এই পরিসংখ্যান বৃদ্ধির অন্যতম কারণ🍃।
প্রসঙ্গত, NCRB Report 2022-এর রিপোর্টে বলা হয়েছে মানব পাচারে এগিয়ে রয়েছে ওড়িশা। গত বছর সব মিলিয়ে ১১২০ জন পাচার হয়ে গিয়েছেন। তার মধ্য়ে ৫০২জন মহিলা ও ৩৫৩জন শিশু। এরপরই মহারাষ্ট্র ও বিহারের স্থান। ২০২১ সালে এই সংখ্য়াটা ছিল ১৪৭৫। আর ২০🐭২০ সালে সেই পাচারের সংখ্যা ছিল ৭৪১।
(পড়ুন। মানব পাচারে সবার শীর্ষে বাংলার পাশের রাজ্য, উদ্বেগের এনসিআরবি রিপোরౠ্ট)