আগামী কাল ১৬ অক্টোবর ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET 2020) এর ফলাফল প্রকাশ করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৪.৩৭ লক্ষেরও বেশি প্রার্থী। শুক্রবার তাঁরা nta.ac.in, ntaneet.nic.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। স্কোরকার্ড দেখার জন্য অ্যাডমিট কার্ডে উল্লিখিত রোল নম্বরটি দিতে হবে।যে সব পরীক্ষার্থী করোনা এবং কনটেনমেন্ট জোনে থাকার কারণে ১৩ সেপ্টেম্বর NEET দিতে পারেননি সুপ্রিম কোর্টের আদেশে তাঁদের পুনরায় পরীক্ষার বন্দোবস্ত করা হয়।১৪ ই অক্টোবর সেই পরীক্ষা হয়।কীভাবে ফলাফল জানবেন:• nta.ac.in ও ntaneet.nic.in এই দুটি ওয়েব সাইটের যে কোনও একটিতে যেতে হবে।• download result লিংকে ক্লিক করতে হবে।• রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর এন্টার করতে হবে।• স্ক্রিনে ফলাফল দেখতে পাওয়া যাবে।• ভবিষ্যতের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।