আগেভাগেই যারা NEET-র প্রশ্নপত্র নিতে চেয়েছিল, তাদের সঙ্গে 'ডিল' করেছিল একজন। পরীক্ষার আগে তাদের হস্টেলে নিয়ে এসে থাকারও বন্দোবস্ত করে দিয়েছিল। আর অপরজন হস্টেল ভাড়া নিয়েছিল। যেখান থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) অর্ধেক পোড়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছিল। আর সেই দু'জনকে🅠ই গ্রেফতার করল সিবিআই। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি মামলায় তদন্ত শুরুর পরে এই প্রথম কাউকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবারই তাদের পাটনার বিশেষ আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।
NEET-র প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া হয়েছিল পাটনার হস্টেলে?
সিবিআই সূত্রে খবর, পাটনা থেকে মণীশ কুমার এবং আশুতোষ কুমারকে গ্রেফতার করা হয়েছে। আগেভাগেই যে প্রার্থীরা নিটের প্রশ্নপত্র জোগাড় করতে চাইছিল, তাদের সঙꦍ্গে 'ডিল' করেছিল মণীশ। তারপর তাদের হস্টেলে নিয়ে এসেছিল। সেখানেই তাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়েছিল। প্রার্থীরা ওই হস্টেলেই ছিল এবং পরীক্ষার জন্য 'প্রস্তুতি' নিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
আর আশুতোষের বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক অফিসার জানিয়েছেন যে পাটনায় 'লার্ন বয়েজ হস্টেল এবং প্লে স্কুল' ভাড়া নিয়েছিল। যে প্রার্থীরা টাকা দিয়েছিল, ꩲতাদের সেই হস্টেলে আনা হয়েছিল। ওই হস্টেল থেকে ইতিমধ🤡্যে নিটের অর্ধেক পোড়া প্রশ্নপত্র উদ্ধার করেছে বিহার পুলিশের ইকোনমিক অফেন্স বিভাগ।
NEET জালিয়াতি কাণ্ডে গুজরাটেও তদন্ত চালাচ্ছে CBI
বিহারে দু'জনকে গ্রেফতার মধ্যেই গুজরাটের গোধরায় নিট জালিয়াতি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তিনজন প্রার্থীর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযোগ উঠেছিল, যে প্রার্থীরা টাকা দিয়েছে, নিট পরীক্ষার পরে তাদের উত্তর লিখে দিয়েছিল একটি গ্যাংয়ের সদস্যরℱা। যে গ্যাংয়ে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার, শিক্ষক, কোচিং সেন্টারের প্রতিনিধি ছিল।
গোধরায় NEET জালিয়াতিতে কাদের গ্রেফতার করা হয়েছে?
গোধরার সেই ঘটনায় আগেই পাঁচজনকে (জয় জালারাম স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক তুষার ভাট, ꦦপ্রধান শিক্ষক পুরুষোত্তম শর্মা, ভদোদরার শিক্ষা সংক্রান্ত উপদেষ্টা পরশুরাম রায়, পরশুরামের সহযোগী বিভোর আনন্দ এবং মিডলম্যান আরিফ ভোরা) ꦡগ্রেফতার করেছে গুজরাট পুলিশ। তাদের হেফাজতে চেয়ে গোধরার বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। শুক্রবার সেই মামলার শুনানি হতে পারে।