ܫ পর পর বিতর্কে ঘিরে রয়েছে ২০২৪ সালের নিট ইউজি পরীক্ষা। সদ্য এক হলফনামা পেশ করে সুপ্রিম কোর্টে পরীক্ষার আয়োজক এনটিএ, মাদ্রাজ আইআইটির ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগ উড়িয়ে দেয়। উল্লেখ্য, সদ্য এনটিএ প্রকাশ করেছে নিট ইউজিতে শহর ও কেন্দ্র ভিত্তিক ফলাফলের খতিয়ান। সেখানে ২৪ লাখ পড়ুয়ার প্রেক্ষিতে এই রিপোর্ট এসেছে। তারপরই সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল এনটিএ।
ꦛ নিট ইউজি পরীক্ষা আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারা সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় জানিয়েছে, আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগ উড়িয়ে দেয়। আইআইটি মাদ্রাজের ডিরেক্টর যিনি ২০২৪ সালে জেইই (অ্যাডভান্সড) পরিচালনার দায়িত্ব পালন করেন, তিনি এনটিএর গভর্নিং বডির একজন পদাধিকারী সদস্য। এনটিএ দাবি করছে, এনটিএর সমস্ত কাজ তার ম্যানেজিং কমিটি দেখে, গভর্নিং বডি দেখে না। গভর্নিং বডি শুধু নীতি নির্ধারণ করে। যে গর্ভনিং বডিতে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর রয়েছেন। উল্লেখ্য, মাদ্রাজ আইআইটির ডিরেক্টর এটিএর বিশ্লেষণধর্মী রিপোর্ট সদ্য পেশ করেছেন। তা নিয়েই উঠেছে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ।যে অভিযোগ অস্বীকার করছে এনটিএ। হলফনামায় এনটিএ জানিয়েছে, ‘ আইআইটি ডিরেক্টর যিনি ডেটা অ্যানালিটিক্স রিপোর্ট তৈরি করেছেন তিনি ২০২২ সালের ডিসেম্বরের পরে কোনও এনটিএ-র জেনারেল বডি মিটিংয়ে যোগ দেননি।’
(🙈Vastu Shastra Tips:বাড়িতে শিউলি গাছ কোন দিকে পোঁতা একেবারেই শুভ নয়? দুর্গাপুজো ২০২৪র আগে আর্থিক উন্নতিতে বাস্তুটিপস রইল)
(꧙ Dibrugarh Exp Investigation: UPতে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে ফের বেআব্রু ভারতীয় রেল)
(🎃Trump on Jinping: খুনের চেষ্টার খবর পেয়ে তাঁকে ‘বিউটিফুল নোট’ পাঠিয়েছেন শি জিনপিং! সম্পর্ক নিয়ে মুখ খুললেন ট্রাম্প )
( ☂IBPS clerk 2024 Latest:আইবিপিএস ক্লার্ক ২০২৪ পরীক্ষার রেজস্ট্রেশনের সময়সীমা বাড়ল! শেষ তারিখ কবে?)
𒊎 সুপ্রিম কোর্টে নিটকাণ্ডে চলা মামলায় পিটিশনারদের দাবি ছিল, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর এনটিএর গভর্নিং বডি বা পরিচালন সমিতির সদস্য হয়ে কীভাবে এনটিএর আয়োজিত পরীক্ষা নিয়ে বিশ্লেষণধর্মী রিপোর্ট পেশ করেন? এই নিয়ে পিটিশনাররা স্বার্থের সংঘাতের অভিযোগ তোলেন। তার প্রেক্ষিতেই সদ্য এই নয়া হলফনামা পেশ করে সুপ্রিম কোর্টে নিজের অবস্থান জানায় এনটিএ। হলফনামায় বলা হয়েছে যে আইআইটি-মাদ্রাজ ডিরেক্টর গভর্নিং বডির মিটিংগুলিতে যোগ দেওয়ার জন্য অন্য একজন অধ্যাপককে মনোনীত করেছিলেন, মনোনীত ব্যক্তি ২০২৩ সালের ডিসেম্বরে শেষ বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।