ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার (আরটি-পিসিআর) নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূ🐻লক। বুধবার এই ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। তাতে সমস্ত আ♌পডেটেড কোভিড প্রোটোকল তালিকাভুক্ত করা হয়েছে।
যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন তাঁদের জন্য নতুন নির্দেশিকা:
সব ভ্রমণকারীদের করণীয় কী কী, তা দেখে নিন একꦜনজরে -
১) ভ্রমণের আগে অনলাই🌠ন 'এয়ার সুবিধা পোর্টালে' (www.newdelhiairport.in) সেলফ ডিক্ল্যারেশন ফর্ম জমা দিন।
২) আপনার নে🎶গেটিভ COVID-19 RT-PCR রিপোর্ট আপলোড করুন। পরীক্ষাটি যাত্রা শুরু করার আগে তার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে।
৩) প্রতি যাত্রী রিপোর্টের সত্যতা নিশ্চিত করতে একট💟ি সেলফ ဣডিক্ল্যারেশন ফর্ম জমা দেবেন। রিপোর্ট ভুয়ো হলে আইনি পদক্ষেপ করা হবে।
৪) কোনও যাত্রীর উপরোক্ত কাজ করা থাকলে🌳ই তবে বিমানে বোর্ডিংয়ের অনুমোদন দিতে পারবে উড়ান সংস্থা। এর পাশাপাশি বোর্ডিংয়ের আগে আবশ্যিকভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে। উপসর্গহীন যাত্রীদেরই কেবলমাত্র বিমানে উঠতে দেওয়া হবে।
৫) সমস্ত যাত্রীর ফোনে আরো𝕴গ্য 🔥সেতু অ্যাপ ডাউনলোডের পরামর্শ দিতে হবে।