একটি বহুতল আবাসনের ১৪ তলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক যুবক। আবাসিকদের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে ওই যুবককে বাঁচানো সম্ভব হয়েছে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে কীভাবে ওই যুবক বহুতলে ঝুলে লাফ দেওয়ার চেষ্টা করছে। সময়মতো দুজন আবাসিক পৌঁছে ওই যুবককে রক্ষা করেন। ঘটনাকে কেন্দ্র করে আবাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার সুপারটেক কেপটাউন সোসাইটিতে।
আরও পড়ুন: স🐟ল্টলেকে সেচ দফতরের আবাসনের ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু কলেজ পড়ুয়ার, তদন্তে পুলিশ
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গেঞ্জি এবং হাফ প্যা﷽ন্ট পরা অবস্থায় বছর একুশের ওই যুবক ১৪ তালার বারান্দায় ঝুলছে। তা দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন অন্যান্য আবাসিকরা। তখন নিচে থেকে দুইজন ব্যক্তি দৌড়ে গিয়ে যুবককে ধরে ফেলেন। পরে তারা যুবককে ওপরে তোলেন। তারা সময়মতো সেখানে না পৌঁছালে হয়তো যুবককে বাঁচানো সম্ভব হতো না। ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুল পড়ে যায় আবাসনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে𓆏, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। এরজন্য তার চিকিৎসা চলছে। সেই কারণেই এমন কাণ্ড করে বসে ওই যুবক। আরও জানা গিয়েছে, ২১ বছর বয়সি ওই যুবক সুপারটেক কেপটাউন সোসাইটির ১৪ তলায় একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকত। সেখানকার বারান্দা থেকেই লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন।
তাকে বাঁচানোর সময় অনেকেই ভিডিয়ো রেকর্ডিং করেন। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেন।পুলিশ জানিয়েছে, ওই যুবক তার পরিবারের সঙ্গে সেখানে থাকেন। ঘটনার সময় পরিবারের সদস্যদের না জানিয়েই বারান্দায় পৌঁছে যায়। এরপর আত্ম♈হত্যার চেষ্টা করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে ওই যুবক মানসিকভাবে অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। পরিবারের লোকজন যুবকের মানসিক অসুস্থতার কথা স্বীকার করেছেন।পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্তমানে যুবককে চিকিৎসার জ💎ন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, দুটি পৃথক ঘটনায় আবাসনের বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক নাবালক সহ দুজনের ম🅺ৃত্𝕴যু হয়েছে। সোমবার প্রথম ঘটনা ঘটে আম্রপালিতে। একটি আবাসনের ২৪ তলা থেকে পড়ে ২৪ বছর বয়সি এক যুবক মারা যান। সেক্টর ১১৯- এর প্ল্যাটিনাম সোসাইটিটে ঘটনাটি ঘটেছে। রবিবার আরও একটি ঘটনায় একটি আবাসনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ১০ বছরের এক নাবালকের। ঘটনাটি ঘটেছে সেক্টর ১০৭-এ।