প্রতিশ্রুতি দেওয়া হয়েছ🌼িল স্বাধীনতার ৭৫তম বছরে ইন্ডিয়া গেটে বসবে নেতাজির গ্রানাইটের মূর্তি। এই প্রতিশ্রুতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন দেশবাসীকে। কালো গ্রানাইটে প্রস্তুত করা হয়েছিল ২৩ ফুটের মূর্তি। কিন্তু কথা রাখলেন না প্রধানমন্ত্রী। হঠাৎই বাতিল হয়ে গেল উদ্বোধন কর্মসূচি। আজ স্বাধীনতা দিবসে বসছে না আজাদ হিন্দ বাহিনীর সেনানায়কের পোশাকে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি। তবে সকালে তিনি লালকেল্লায় ভাষণ দিয়েছেন। শেষ মুহূর্তে কেন বাতিল হল? উঠছে প্রশ্💦ন।
কী বলছেন নেতাজির পরিবার? এই ঘটনায় এখন হতবাক আপামর বাঙালি তথা দেশবাসী। তাই সুভাষচন্দ্র বসুর ভাইপো প্রয়াতও শিশিরকুমার বসুর পুত্র ইতিহাসবিদ সুগত বসু বলেন, ‘ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট (এনজিএমএ) আমাদের থেকে নেতাজির আসল ছবি চেয়েছিল। দিয়েওছিলাম। আশা ছিল ১৫ অগস্টেই তা উন্মোচন হবে। কিন্তু হল না।’ দেশনায়কের মূর্তি এই দিনটিতে বসলেই নেতাজিকে যোগ্য সম্মান দেওয়া হতো বলেই পরিবারের অভিমত।
ঠিক কী দেখা গিয়েছিল? গত ১২ জুন শুরু হয়েছিল এই মূর্তি নির্মাণের কাজ। ৪০০ টন গ্রানাইট আনা হয় তেলঙ্গানা থেকে। ৪০ জন কারিগর মিলে সেই কাজ সময়েই শেষ করেছিল। এনজিএম𝄹এর ওয়ার্কশপে দেখা যাচ্ছে, মূর্তি তৈরি হয়ে গেলেও আপা꧑দমস্তক কালো প্লাস্টিকে মোড়া রয়েছে। মনে করা হচ্ছে, যাতে কেউ ছবি পর্যন্ত তুলতে না পারে তাই এই ব্যবস্থা করা হয়েছে। যদিও এই বিষয়ে কেউ মুখ খুলছেন না। অথꦛচ লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় তিনি নেতাজি এবং সাভারকর–কে একাসনে বসিয়ে দিলেন। তি🎃নি বলেন, ‘আজ দেশবাসী মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ। তাঁরা স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন।’