একটা রাতের পরেই শুরু হচ্ছে নয়া অর্থবর্ষ (২০২৩-২৪)। এবার নয়া অর্থবর্ষের পয়লা দিন থেকে একাধিক নিয়ম পালটে যাচ্ছে। বিশেষত শনিবার থেকে নয়া আয়কর কাঠামো চালু হচ্ছে। বাড়ছে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। তাছাড়া পার্কিং ফি বৃদ্ধি, হলমার্ক সোনা বিক্রি, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধির মতো নিয়মও চালু হচ্ছে। সার্বিকভাবে ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে, তাꦐ দেখে নিন -
নয়া কর কাঠামোর সূচনা
শনিবার (১ এপ্রিল) থেকে নয়া আয়কর কাঠামো চালু হচ্ছে। আয়কর রিটার্নের ক্ষেত্রে সেটাই 'ডিফল্ট' থাকবে। তব𒅌ে পুরনো কর কাঠামোয় আয়কর দিতে পারবেন না করদাতারা। নয়া কর কাঠামোর করের হার দেখে নিন -
- ০-৩ লাখ বার্ষিক হার: শূন্য।
- ৩-৬ লাখ বার্ষিক হার: ৫ শতাংশ।
- ৬-৯ লাখ বার্ষিক হার: ১০ শতাংশ।
- ৯-১২ লাখ বার্ষিক হার: ১৫ শতাংশ।
- ১২-১৫ লাখ বার্ষিক হার: ২০ শতাংশ।
- ১৫ লাখের উপর বার্ষিক হার: ৩০ শতাংশ।
করছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি ও স্ট্যান্ডার্ড ডিডাকশন
নয়া কর কাঠামোয় আয়কর ছাড়ের সর্বোচ্চ সীমা বাড়িয়ে সাত লাখ টাকা করা হয়েছে। যা পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। আপাতত সেটা পাঁচ লাখ টাকা আছে। সেইসঙ্গে যে কর্মচারীরা পুরনো কর কাঠামোর আওতায় থাকবেন, তাঁদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। নয়া কর ♑কাঠামোর পেনশনভোগীরা স্ট্যান্ডার্ড ডিডাকশনের বাড়তি সুবিধা পাবেন। যে বেতনভোগী লোকেদের আয় ১৫.৫ লাখ বা তার বেশি, তাঁরা ৫২,৫০০ টাকার ছাড় পাবেন।
(বিস্তারিত পড়ুন: Income Tax New Rules: এপ্রি✨ল মাস থেকে বদলে যাচ্ছে আয়কর সংক্রান্♔ত এই ১০ নীতি! অবশ্য জেনে রাখুন)
এলপিজি গ্যাসের দামে পরিবর্তন
সাধারণত প্রতি মাসের পয়লা দি🃏নে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। পয়াল এপ্রিলও সেটা হতে পারে। আপাতত কলকাতায়ꦑ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১,১২৯ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,২২১,৫ টাকা পড়ছে।
হলমার্ক সোনা বিক্রি
পয়লা এপ্রিল থেকে ভারতে সোনা বিক্রির নিয়ম আম🍒ূল পালটে যাচ্ছে। শনিবার থেকে দেশে শুধুমাত্র হলমার্ক-যুক্ত সোনা বিক্রি করা যাবে। প্রতিটি সোনার গয়নায় ছয় সংখ্যার হলমার্ক ইউনি🍌ক আইডেন্টিফিকেশন (HUID) থাকতে হবে। অর্থাৎ এতদিন HUID নম্বর ছাড়া কোনও সোনার গয়না বিক্রি করা যাবে না। পুরনো হলমার্ক সোনার গয়নাও (যাতে চারটি লোগো থাকত) বিক্রি করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি
পয়লা এপ্রিল থেকে অধিকাংশ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানো হচ্ছে। অর্থাৎ নয়া অর্থবর্ষের (২০২৩-২৪) প্রথম ত্রৈমাসিকে পোস্ট অফিসের প্রায় সব প্রকল্পে অধিক হারে সুদ পাবেন। সর্বাধিক ০.৭ শতাংশ সুদ বেড়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে। তাছাড়া বিভিন্ন মেয়াদের ডিপোজিট স্কিম (১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর), রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম, কিষান সেভিংস পত্র এ🥂বং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে সুদের হার বাড়ানো হয়েছে। শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট ও পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) সুদের হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্র।
(বিস্তারিত পড়ুন: Sma꧂ll Saving Schemes Interest Rate Hiked: NSC, সুকন্যা সমৃদ্ধি-সহ 🌞প্রায় সব ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাড়ল সুদ: দেখে নিন নয়া রেট)
কলকাতার নয়া পার্কিং ফি চালু
শনিবার থেকে কলকাতায় নয়া পꦓার্কিং ফি চালু হচ্ছে। গুনতে হবে বেশি টাকা। দু'চাকার গাডির ক্ষেত্রে পার্কিং ফি বেড়ে হবে ১০ টাকা। যা আগে পাঁচ টাকা ছিল। পাঁচ ঘণ্টা বাইক রাখলে গুনতে হবে ৮০ টাকা। তারপর থেকে প্রতি ঘণ্টায় ৫০ টাকা দিতে হবে। চারচাকার গাড়ির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় পার্কিং ফি দিতে হবে ২০ টাকা। যা এখনও🎐 ১০ টাকা আছে। দু'ঘণ্টায় ৪০ টাকা, তিন ঘণ্টায় ৮০ টাকা, পাঁচ ঘণ্টায় ১৬০ টাকা গুনতে হবে। পাঁচ ঘণ্টার বেশিও চারচাকার গাড়ি রাখলে প্রতি ঘণ্টায় ১০০ টাকা দিতে হবে চালকদের।
(বিস্তারিত পড়ুন: Parking fee in Kolkata: ১ এপ্রিল থেকে কলক♛াতায় বাড়ছে পার্কিং ফি, কো𝕴ন গাড়ির ক্ষেত্রে কত টাকা লাগবে?)
কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধের দাম বৃদ্ধি
পেনকিলার, অ্যান্টিবায়োটিক-সহ একাধিক ওষুধের দাম বাড়তে চলেছে। মোট ৩৮৪ টি ওষুধের বাড়ব🌟ে। দাম বাড়বে প্রায় ১২ শতাংশ। যা পয়লা এপ্👍রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )