এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একটি বিষয়ে সবথেকে সমস্যায় পড়েছে রাশিয়া। সেটা হল ইউক🐟্রেনে যে সমস্ত সেনাদের পোস্টিং করেছে রাশিয়া সেই সেনাদের স্ত্রীদের একাংশ ক্রমেই অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। তবে ক্রেমলিন সেই অসন্তোষ চাপা দেওয়ার জন্য সব𝕴রকম চেষ্টা করছে। নিউজ উইকে তেমনটাই জানা গিয়েছে।
এদিকে সেই ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই যুদ্ধের পরিস্থিতি 🌱চলছে। আর তখন থেকেই রাশিয়ার সেনাদের একাংশের 🍷মধ্য়ে নানা অসন্তোষ দানা বাঁধছে বলে খবর। মূলত প্রশিক্ষণ যথাযথ না থাকা, সাজসরঞ্জাম না থাকা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বলে খবর।
আর সেই সেনাদের ফ🍰েরানোর জন্য় এবার চাপ ꦕদিচ্ছে তাদের পরিবারের লোকজন। সেনাদের মা ও স্ত্রীদের সংগঠন এনিয়ে মুখ খুলতে শুরু করেছে। ইনসাইডারের খবরে জানা গিয়েছে আহত সেনাদের ফেরানোর দাবিও উঠছে। এমনকী গত মাসে রাশিয়াতে এনিয়ে বিক্ষোভও দেখানো হয়। তবে সেটা দ্রুত থামানোর চেষ্টা করে সরকার। তবে প্রতিবেদনের খবর অনুসারে এই প্রতিবাদ ও অসন্তোষ কমানোর জন্য সেনাদের স্ত্রীদের অতিরিক্ত নগদ অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাশিয়া।
অন্যদিকে পূর্ব ইউক্রেনে দেখা যাচ্ছে রাশিয়ার সেনার অভিযান ক্রমেই কমছে। তবে অসমর্থিত খবর অনুসারে জানা গিয়েছে, রাশিয়ার সেনা মারিয়াঙ্কা শহর দখল করতে পারছে না। এদিকে পূর্ব ইউক্রেনে ফোকাস ঘোরানোর পর থেকেই দেখা যাচ্ছে রাশিয়ার সেনা আভদিভকা দখল করার দিকে এগোচ্ছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার তরফে দাবি করা হয় মারিয়াঙ্কা শহর তারা দখল করে ফেলেছে। কিন্তু ইউক্রেনের তরফ থেকে বলা হচ্ছে, ইউক্রেনের ফোর্স এখনও সেই শহরের নিয়ন♛্ত্রণ নিজেদের কাছে রে💧খেছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ইউক্রেনের সামরিক মু🌄খপাত্র অলেকজান্ডার স্টুপুন জাতীয় টেলিভিশনে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলা অনেকটাই কমে গিয়েছে। এদিকে ইউক্রেনের তরফ থেকে বলা হচ্ছে, ইউক্রেনের সেনাদের মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করছে🌜 রাশিয়া।
একটি ভিডিয়ো সম🎃্প্রতি সামনে আসে। তাতে বলা হচ্ছে, একটা সেল্টার থেকে দুজন এগিয়ে আসছেন। একটা মাথার উপর হাত তুলে রয়েছেন। তিনি অন্যান্য সেনাদের সামনে শুয়ে পড়েন। এরপর ফুটেজে শোনা যায় গুলির শব্দ ও প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে।
এদিকে বিভিন্ন মহল থেকেꦐ 🍰দাবি করা হচ্ছে এই ফুটেজটি আভদিভকা শহরের কাছে তোলা। তবে এএফপির তরফে এই ভিডিয়োটা কোথায় তোলা সেটা যাচাই করা যায়নি।