সত্যিই কি চিনের উহানের ল্যাবরেটরিতে তৈরি হয়েছিল কোভিড ভাইরাস?SARS-CoV-2 ভাইরাসের জন্য দায়ী কারা ? এনিয়ে অনেক প্রশ্নের উত্তর মেলেনি 🍷আজও। তবে এর মধ্যেই সামনে এসেছে নতুন তথ্য। সেখানে বলা হচ্ছে মধ্যচিনের উহানে সামুদ্রিক মাছের এক বিক্রেতা প্রথম কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এই বাজারের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন এমন একজন হিসাবরক্ষকের কথা যে আগে বলা হচ্ছিল তা ঠিক নয়। Science জার্নালে প্রকাশিত প্রতিবেদনে একথা ꩲউল্লেখ করা হয়েছে।
এদিকে বিভিন্ন মহল থেকে আগেই স꧃ংশয় প্রকাশ করা হয়েছিল যে চিনে𝄹 ইয়াংতি নদীর কাছে একটি ভাইরাস ল্যাবরেটরি থেকে ভাইরাস লিক হয়ে থাকতে পারে। এরপর সেটি উহানের সামুদ্রিক মাছের বাজারে ছড়িয়ে পড়েছিল বলে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। এবার নতুন এই স্টাডি অনেকটা সেই তত্ত্বকেই সমর্থন করল। তবে প্রশ্নটা থেকেই গিয়েছে কোভিড ভাইরাসের উৎসটা বাস্তবে ঠিক কোথায়?
তবে বেজিং অবশ্য বার বারই দাবি করেছে কোভিড ভাইরাস ছড়ানোর পেছনে ল্যাব লিকের যে থিওরি বলা হচ্ছে সেটা ঠিক নয়। তাদের দাবি উহানের আগেই বিশ্বের অন্য়ান্য দেশেও এই ধরনের ভাইরাল ফিভার ধরা পড়েছিল। এদিকে নতুন স্টাডিতে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ইকোলজি ডিপার্টমেন্টের প্রধান 🔯ভাইরোলজিস্ট মাইকেল ওরোবে জানিয়েছেন. উহান মার্কেটের সঙ্গে কোনওভাবে যুক্ত ছিলেন না এমন ব্যক্তিকে প্রথম আক্রান্ত বলে ধরা হচ্ছিল। তবে দেখা যাচ্ছে উহানের এক সি-ফুড ভেন্ডর এই রোগে প্রথম আক্রান্ত হয়েছিলেন । এমনকি কমিউনিটি সংক্রমণও এই বাজার থেকেই হয়েছে দাবি করেছেন ওই ভাইরোলজিস্ট। তিনি ব👍িভিন্ন তথ্য ঘেঁটে ও লোকজনের সাক্ষাৎকার নিয়ে এই সিদ্ধান্তে এসেছেন। দাবি করেছেন তিনি।