বাজেটে দ্বৈত করকাঠামোর কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া কর কাঠামোয় কম হারে আয়কর দিতে হলেও মিলবে না কোনও ছাড়। নির্মলা বলেছিলেন যে ধীরে ধীরে সমস্𝔍ত ছাড় উঠিয়েই দিতে চায় কেন্দ্র। তখন থেকেই চিন্তায় ছিলেন সবাই। তাহলে কী এক-দুই বছরের মধ্যেই উঠে যাবে আয়কর✱ে ছাড়। সেই নিয়েই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী।
রবিবার হায়দরাবাদে একটি অনুষ্ঠানে নির্মলা সীতারামন বলেন যে তারা কর꧑কাঠামোর সরলীকরণের জন্য ছাড় উঠিয়ে ꦑদিতে চান। কিন্তু আপাতত কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি, যার মধ্যে সম্পূর্ণ কর কাঠামোয় ছাড় লুপ্ত হয়ে যাবে।
ধাপে ধাপে ছাড় ওঠানো হবে বলে ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। এদিন তিনি হিসাব দিয়ে বলেন যে সরকারের হিসাব অনুযায়ী প্রায় ৬৯ শতাংশ করদাতা নয়া কাঠামোয় লাভবান হবেন। গত বছর এই কাঠামো চালু করলে ১১ শতাংশ মানুষ তখনই এটা ব্যবহার করতেন বলে মনে কর🐬েন অর্থমন্ত্রী।
এদিন টেলকোদের সংক্রান্ত সুপ্রি🎀ম নির্দেশ নিয়ে সরাসরি কিছু বলতে চান নি তিনি।