মস্কোতে আগামী ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর আংশিক লকডাউন। সেই দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন করোনাভাইরাস ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে মস্কোয়। নতুন এই ভ্যারিয়েন্টের ড🌼েল্টার চেয়েও বেশি সংক্রামক হতে পারে।
রাশিয়ার সংবাদসংস্থা আরআইএ একজন গবেষকের উদ্ধৃতি দিয𒐪়ে বলেছে যে নতুন AY.4.2 ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে করোনা পজিটিভ কেসের সংখ্যা বাড়তে পারে।
বৃহস্পতিবার ৩৬ হাজারেরও বেশি পজিটিভ কেস ধরা পড়েছে রাশিয়ায়। এক ধাক্কায় হঠাত্ ঊর্ধ্বমুখী হয়েছে কেসের সংখ্যা। রাশিয়ায় 𝓡টিকাকরণ অভিযানও চলছে ধীরগতিতে।
রাশিয়ার পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, রাশিয়ার🥂 ৭৫ লক্ষেরও বেশি কোভিড ধরা পড়েছে। দেশের উপ-প্রধানমন্ত্রী গোলিকোভা বলেন, 'মৃতদের বেশিরভাগই করোনা টিকা গ্রহণ করেননি।' মস্কো বর্তমানে রাশিয়ায় ভাইরাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শীঘ্রই সেখানে কড়াকড়ির নির্দেশ দিয়েছেন মস্কোর মেয়র। ১০ দিনের জন্য জরুরি পরিষেবা বাদে সমস্ত ক𒁏িছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণের চেন ব্রেক করাই এর উদ্দেশ্য।
দেশের রাজধানীতে স্কুলগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র সোবয়ানিন জানিয়েছেন, এটিই মস্কোপ 'সবচেয়ে খারাপ পরিস্থিতি'। এর কারণও আছে। গত একমাসে করোনায় হাসপাতালে ভর্তি আগের তুলনায় তিনগুণ বেড়েছে। ভোরোনেজ-সহ রাশিয়ার অন্যান্য শহরগুলিতেও দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে 🌊বহু মানুষ আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা ২,২৭,৩৮৯-এ পৌঁছেছে।