তুর্কি এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারম্যান ইকার আইসিকে এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ম্যানেজিং 🎃ডিরেক্টরের পদে বসাল টাটা গোষ্ঠী। সোমবার এয়ার ইন্ডিয়ার নয়া মালিক টাটা সনসের তরফে একথা ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে এনিয়ে বোর্ড মিটিং ডাকা হয়েছিল। সেখানেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের পয়লা এপ্রিল থ🍎েকে তিনি টাটা গ্রুপের বিশেষ পদের দায়িত্ব সামলাবেন। বিবৃতি জারি করে টাটা সনসের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার সিইও ও এমডি পদে আইসিকে বসানো হয়েছে।
টাটা সনসের মুখপꦕাত্র জানিয়েছেন, খুব সম্প্রতি Mr.IIker Aycy ছিল𓆉েন Turkish Airlines এর চেয়ারম্যান। পাশাপাশি টাটা গোষ্ঠীর তরফে জানানো হয়েছে,Mr.IIker Aycy বিমান পরিবহণ শিল্পে কার্যত নেতৃত্ব দিয়েছেন। তিনি Turkish Airlinesকে অত্যন্ত সফলতার জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমরা তাঁকে স্বাগত জানিয়েছি। তিনি এয়ার ইন্ডিয়ার নতুন গ্রুপের সূচণা করবেন।
এবার একঝলকে তাঁর পরিচয়টা একবার দেখে নেওয়া যাক। তিনি ১৯৭১সালে ইস্তাম্বুলে জন্মেছিলেন। পলিটিকাল সায়েন্স ও পাবলিক অ্য়াডমিনিস্ট্রেশন বিষয়ে তিনি পড়াশোনা করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে তিনি গবেষণাও করেছিলেন ইংল্যান্ডের বি⛄শ্ববিদ্যালয়তে। নিয়োগপত্র পাওয়ার পরে তিনি বলেন,টাটা গ্রুপে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি। ভারতীয় ꦕআতিথেয়তার কথা মাথায় রেখে, এয়ার ইন্ডিয়ার হেরিটেজকে ব্যবহার করে এটিকে বিশ্বের সেরা এয়ারলাইন্সে পরিণত করব।