মারাঠা রাজনীতিতে ঝড় তুলেছেন একনাথ শিন্ডে। মুহূর্তে মুহূর্তে পট পরিবর্তন হ𒅌চ্ছে সেখানে। বর্তমানে বিদ্রোহী বিধায়করা গুজরাট ছেড়ে অসমে পা রেখেছেন। এই আবহে মহারাষ্ট্রে সরকার বদলের সম্ভাবনা প্রবল। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা অধিবেশন চলছে। বিভিন্ন ইস্যুতে শাসক দলের সঙ্গে মনোমালিন্য বিরোধী বিজেপির। এই সব খবরের লাইভ আপডেট দেখুন এখানে।
ইস্তফা নিয়ে ধোঁয়াশা, সরকারি বাসভবন ছেড়ে ঠাকরে ডেরায় ফিরলেন উদ্ধব
মাতোশ্রীতে পৌঁছে গেলেন উদ্🐼ধব ঠাকরে। যেখানে ঠাকরে পরিবার থাকে। তবে সেই এলাকার মুম্বইয়ের শহরতলিতে হওয়ায় দক্ষিণ মুম্বইয়ে বর্ষায় থাকতেন মুখ্যমন্ত্রী উদ্ধব। আজ সেখান থেকে বেরিয়ে আসেন।
ইস্তফার প্রশ্ন ঝুলিয়ে রাখলেও সরকারি আবাসন ছাড়লেন মুখ্যমন্ত্রী উদ্ধব
ইস্তফা দেবেন কি? তা নিয়ে ধোঁয়াশা আছে। তারইমধ্যে 𓃲বুধবারꦕ রাতে মুম্বইয়ে সরকারি আবাসন ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে বেরোচ্ছে জিনিসপত্র, পদত্যাগ উদ্ধবের?
মুম্বইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকারি বাসভবন বর্ষা থেকে জিনিসপত্র বের করা হচ্ছে। সরকারি বাসভবন ছাড়তে চলেছেন উদ্ধব। ফিরে যাচ্ছেন মুম্বই শহরতলির মাতোশ্রী। যেখানে ঠাকরেরা থাকেন।💖
‘আবেগ’ কার্ড খেললেও উদ্ধবই মুখ্যমন্ত্রী থাকবেন, জানালেন শিবসেনা নেতা
শিবসেনা নেতা সঞ্💛জꦜয় রাউত: উদ্ধব ঠাকরে হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন।
কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট ভাঙার বার্তা শিন্ডের?
বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে: দলকে টিকিয়ে রাখতে অস্বাভাবিক জোট (কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট সরক🍨ার চালাচ্ছে শিবসেনা) থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজনীয়।
শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনার সংক্রমণের হার ৪.৮৫%, মৃত ২
রাজ্যে একদিনে করোনাভাইরাস♌ে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। সংক্রমণের হার ৪✃.৮৫ শতাংশ। মৃত্যু হয়েছে দু'জনের।
দুর্গাপুরের কারখানায় বিস্ফোরণ, মৃত ১
দুর্গাপুরের মায়াবাজারর কারখানায় বিস্ফোরণ, মৃত এক। অক্সিজেন💛 রিফিলিংয়ের সময় বিস্ফোরণ হয়েছে। নের।
২০২৫ সালের মধ্যে ভারতের ডিজিটাল ক্ষেত্রের মূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে: মোদী
২০২৫ সালের মধ্যে ভারতীয় ডিজিটাল ক্ষেত্রের মূল্য এক ট্রিলিয়ন 🥂মার্কিন ডলার। ব্রিকস সম্মেলনে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘আমি পদত্যাগ করতে তৈরি….’, মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বড় মন্তব্য উদ্ধবের
উদ্ধব: কোনও বিধায়ক যদি আমার ম💦ুখ্যমন্ত্রিত্ব নিয়ে খুশি না হন, তিনি সোজাসুজি আমায় এসে বলতে পারতেন। তিনি বলতেন যে আমি এই পদে থাকার উপযুক্ত নই। আমি পদত্যাগ করতাম। আমি এমন একজন ব্যক্তি নই, যিনি একটা চেয়ারের জন্য পড়ে থাকবেন।
'কয়েকজন বিধায়কের ফোন এসেছে, জোর করে নিয়ে যাওয়া হয়েছে'
উদ্ধব ঠাকরে: কয়েকজন বিধায়কের ফোন পেয়েছি আমরা। তাঁরা বলেছেন🎉 যে তাঁদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে।
শিবসেনা কখনও হিন্দুত্বের পথ ছাড়বে না: উদ্ধব
উদ্ধব 🔥ঠাকরে: কেউ কেউ বলছেন যে এটা বালাসাহেব ঠাকরের শিবসেনা নয়। শিবসেনা কখনও হিন্দুত্বের পথ ছাꦫড়বে না।
ফেসবুক লাইভ শুরু উদ্ধবের, সরকার বাঁচাতে কি কৌশল নেবেন?
ফেসবুক লাইভ শꦕুরু করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সরকার বাঁচাতে কি কৌশল নেবেন?
নির্ধারিত সময়ের পর অতিক্রান্ত ৩০ মিনিট, এখনও মুখ খুললেন না উদ্ধব
বিকেল পাঁচটা থেকে ফেসবুকে লা💙ইভ করার কথা ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। কিন্তু এখনও সেই লাইভ শুরু হয়নি.
বিধায়কদের বৈঠক বাতিল করলেন উদ্ধব
বিধায়কদের বৈঠক বাতিল করে দিলেন উদ্ধব ঠাকরে। ব♐িকেল পাঁচটার সময় তিনি ফেসবুক লাইভ করবেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে বিধায়কের সমর্থন না থাকার কারণেই বৈঠক বাতিল করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
বিজেপির সরকার গঠন কী সময়ের অপেক্ষা?
মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাতিল গুয়াহাটির উদ্দেশে রওনা দিয়েছেন। এতক্ষণ বিজেপির তরফে দাবি করা হচ্ছিল যে শিবসেনার এই🐽 টালমাটাল পরিস্থিতির নেপথ্যে তাদের হাত নেই। তবে চন্দ্রকান্ত পাতিলের গুয়াহাটি সফরে নতু🐬ন করে জল্পনা চালু হয়েছে। কারণ একনাথ শিন্ডে নিজে শিবসেনার উপর নিজের অধিকার দাবি করেছেন। এই আবহে শিন্ডের সঙ্গে মিলে বিজেপি এখনই সরকার গঠনের দাবি জানায় কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কয়েক ঘণ্টাতেই করোনা মুক্ত উদ্ধব
কোভিড নেগেটিভ হল༒েন উদ্ধব ঠাকরে। এর আগে সকালে অ্যান্টিজেন টেস্টের ফলে বলা হয়েছিল উদ্ধব করোনা আক্রান্ত। তবে পরবর্তীতে আরটিপিসিআর-এর রেজাল্টে দেখা যায় উদ্ধব সুস্থ। এই আবহে বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।
শিবসেনাকে ‘হাইজ্যাকে’র পরিকল্পনা একনাথের
একনাথ শিন্ডের তরফে এবার শিবসেনার উপর কার্যত নিজের অধিকার দাবি করেন। এর আগে শিবসেনার তরফে হুইপ জারি করে বিকেল পাঁচটার মধ্যে সব বিধায়কদের মুম্বই আসতে বলা হয়েছিল। তবে একনাথ দাবি করেন, এই হুইপ কোনও কাজের নয়। পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের গোষ্ঠীর নয়া🍷 দলনেতা বেছে নেওয়া হয়।𓃲
তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ফেরা নিয়ে আলোচনা করছেন শোভন চট্টোপাধ্যায়। বুধবার দুপুরে হঠাৎই নবান্নে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চলছে বলে জানা গিয়েছে। গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। তার পর প্রায় ১ বছর রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। বিস্তারিত পড়ুন
‘অপহরণ করা হয়েছিল’
শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ দাবি করলেন তাঁকে অপহরণ করে বিদ্রোহীদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি দাবি করেন তিনি এখনও উদ্ধব ঠাকর🍸েকেই সমর্থন করছেন।
উদ্ধব-সঞ্জয় বৈঠক ঘিরে জল্পনা
কোভিড আক্রান্ত হওয়ার জেরে উদ্ধব ঠাকরে দেখা করেননি কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে। তবে দুপুরে সঞ্জয় রাউ🍷তে সাংবাদিকদের বললেন যে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা করবেন।
বিদ্রোহীদের হুঁশিয়ারি শিবসেনার
শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা প্রকাশ করেন যে বিধায়করা গুয়াহাটি থেকে ফিরে আসবেন। তিনি জানান, যতক্ষণ না সব বিধায়ক ফিরছেন, ততক্ষণ দলের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। বিস্তারিত পড়ুন এখানে
বিকেল পাঁচটায় বৈঠক ডাকলেন উদ্ধব
উদ্ধব🔥 ঠাকরের হাত থেকে ক্রমেই শিবসেনার রাশ চলে যাচ্ছে একনাথ শিন্ডের হাতে। এই আবহে বিকেল পাঁচট༒ার সময় সব বিধায়কের বৈঠক ডাকলেন উদ্ধব ঠাকরে।
কোভিড আক্রান্ত উদ্ধব
রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির পর এবার কোভিড আক্রান্ত হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আজকে দুপুর❀ ১টা সময় তাঁর𝔉 মন্ত্রিসভার বৈঠকে বসার কথা ছিল। তার আগেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল।
বৈঠক করল কংগ্রেস
কংগ্রেস নেতা বালাসাহেব থোরাটের বাসভবনে অনুষ্꧙ঠিত হয় কংগ্রেসের পরীষদীয় দলের বৈঠক। আজ 🐬দুপুর ১টা নাগাদ মন্ত্রিসভার বৈঠকের ডাক দিয়েছেন উদ্ধব ঠাকরে।
ভেঙে দেওয়া হতে পারে মহারাষ্ট্র বিধানসভা
শিবসেনার সঞ্জয় রাউত র꧋াজ্যের বর্তম𝐆ান রাজনৈতিক সংকটের মধ্যে মহারাষ্ট্র বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি এই নিয়ে টুইট করে লেখেন, মহারাষ্ট্রে চলমান রাজনৈতিক সঙ্কট বিধানসভা ভেঙে দেওয়ার দিকে যাচ্ছে।
একনাথের সঙ্গে ঘণ্টা খানেক ফোনে কথা রাউতের
সঞ্জয় রাউত দাবি করলেন আজকে ꦏসকালে একনাথ শিন্ডের সঙ্গে তাঁর এক ঘণ্টা কথা হয়। তিনি বলেন, ‘একনাথ শিন্ডে আমাদের দলের অনেক পুরনো সদস্য। তিনি আমাদের বন্ধু, আমরা কয়েক দশক ধরে একসঙ্গে কাজ করেছি। একে অপরকে ছেড়ে যাওয়া আমাদের বা তাঁর জন্য সহজ নয়। আজ সকালে 🔜আমি তাঁর সঙ্গে এক ঘণ্টা কথা বলেছিলাম এবং পার্টি প্রধানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।’
'এ ধরনের রাজনীতি ভবিষ্যতের জন্য বিপজ্জনক'
কংগ্রেসের পরিষ🌳দীয় দলনেতা বালাসাহেব থোরাটের সঙ্গে দেখআ করেন কংগ্রেসের পর্যবেক্ষক কমল নাথ। তিনি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘টাকার খেলায় ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে যে ধরনের রাজনীতি হয়েছে তা ভারতের সংবিধানের পরিপন্থী। এ ধরনের রাজনীতির উত্থান ভবিষ্যতের জন্য বিপজ্জনক নজির স্থাপন করে।’
শরদের বাসভবনে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল মুম্বাইয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে পৌঁছেছেন। মহারাষ্ট্রের মন🐲্ত্রী বালাসাহেব পাতিলও কিছুক্ষণ পরেইꦛ পৌঁছে যান শরদ পাওয়ারের বাসভবনে।
'শিবসেনা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ নেই'
সাংবাদিকদের একনাথ শিন্ডে বলেন, ‘শিবসেনা নেতৃত্বের বিরুদ্ধে ꦚআমাদের কোনও অভিযোগ নেই। আমরা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আমাদের অভিযোগ তুলে ধরেছি। এনসিপি এবং কংগ্রেস মন্ত্রীদের সঙ্গে কাজ করা কঠিন হয়ে উঠছিল। তাদের মন্ত্রীদের কাছ থেকে আমাদের প্রস্তাব এবং কাজের অনুরোধ অনুমোদন করা আমাদের পক্ষে ☂খুব কঠিন ছিল।’
উদ্ধব-শরদের সঙ্গে বৈঠক করবেন কমলনাথ
মহারাষ্ট্রের পর্যবেক্ষক হিসেবে কংগ্রেস নিয়োগ করেছে কমল নাথকে। এই আবহে আজকে এনস🌳িপি প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করার কথไা তাঁর।
বিদ্রোহীদের হোটেলে হিমন্ত
মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা ব়্যাডিসন ব্লু হোটেলে ঢোকার কিছু আগেই অসমের মুখ্যমন্ত্ꦉরী হিমন্ত বিশ্ব শর্মাকে সেই হোটেলে দেখা গিয়েছিল। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
মহারাষ্ট্রের মন্ত্রিসভার জরুরি বৈঠক
আজ দুপুর ১টার সম🏅য় মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। জরুরি ভিত্তিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শিবসেনার বিধায়কদের নিয়ে নিজের বাসভবনে বৈঠক করেছিলেন উদ্ধব ঠাকরে। সেখানে মাত্র ১৮ জন বিধায়ক উপস্থিত ছিলেন বলে জানা যায় সূত্র মার♓ফত। এই আবহে সরকারের পতনের একটি প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
গুয়াহাটির হোটেলে বিদ্রোহী বিধায়করা
গুয়াহাটির ব়্যাডিসন ব্লু হোটেলে এসে পৌঁছলেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। একনাথ শিন্ডের দাবি, তাঁর সঙ্গে এখন শিবসেনার ৪০ এবং ৬ নির্দল ব🎶িধায়ক আছেন।
৪৬ বিধায়কের সমর্থন আমার সঙ্গে, দাবি একনাথের
মঙ্গলবার দাবি কার হচ্ছিল শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডের সঙ্গে ২২ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে অসমে পা রেখে একনাথ শিন্ডে নিজে দাবি করলেন যে তাঁর সঙ্গে ৪০ শিবসেনা বিধায়ক এবং ৬ নির্🅘দল বিধায়কের সমর্থন রয়েছেন। পাশাপাশি তিনি জানান, দলবদলের প্রশ্নই উঠছে না। বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন একনাথ।