নির্ভয়াকাণ্ডে দণ্ডিত ৪ আসামির ফাঁসির আদেশ কার্যকর করা নিয়ে নিম্ন আদালতের বিরুদ্ধে কেন্দ্র ও দিল্লি সর🔴🦂কারের আনা গড়িমসির অভিযোগের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।
শুক্রবার বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন শী🐠র্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিজেদের প্রাণরক্ষার উদ্দেশে দণ্ডিতদের আইনের শেষ রাস্তা অবলম্বনের জন্য আরও সময় দেওয়া🌊 প্রয়োজন।
আরও পড়ুন: নির্ভয়াকাণ্ড : দণ্ডিতদের আলাদাভাবে ফাঁসি হতে পারে, আদালতে জানাল তিহাড়
এই কারণে নির্ভয়াকাণ্ডে দণ্ডিতদের আর কোনও নোটিশ পাঠাতে 🔥রাজি হয়নি আদালত🔥। মামলার পরবর্তী শুনানি ১১ ফেব্রুয়ারি ধার্য করেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।
উল্লেখ্য, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির আদেশ কার্যকর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। এই রায়কে দিল্লি💃 হাইকোর্টে চ্যালেঞ্জ করেন নির্ভয়ার বাবা-মা। কেন্দ্রও দোষীদের আলাদা আলাদা করে ফাঁসির দাবির আর্জি জানিয়েছিল। যা খারিজ করে দেওয়া হয়।
আরও পড়ুন: 'বিচারের প্রতি পরিহাস', নির্ভয়া দণ্ডিতদের ফাঁসির স্থগিতাদেশের বিরোধিতা সরকারের
গত ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নির্ভয়া গণধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত পবন গুপ্তা, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও মুকেশ সিংয়ের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশে শেষ মুহূর্তে ফাঁসি পিছিয়ে যায়। এরপর দোষীদের তরফে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জ💜ানানো হলেও তা খারিজꦫ হয়ে যায়।