টুইটারে পরিচিত ব্যক্তিদের প্রায়শই টღ্রোলের মুখে পড়তে হয়। সেই তালিক🌞া থেকে বাদ যাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এবার ট্রোলের মোক্ষম জবাব দিলেন তিনি।
স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ সকালে একটি বইয়ের কয়েকটি লাইন টুইট করেন। যে ব🙈ইয়ের উক্তি ছিল, সেটিও টুইটের নিচে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
এক টুইটার ইউজার দাবি করেন, নির্মলা ভুল উক্তি লিখেছেন। তিনি লেখেন, 'কথা উপনিষদ ও স্বামীজি𒊎র 'অ্যারাইজ অ্যাওয়েক'-এর অনুবাদ থেকে উক্তি লিখেছেন। সুইটি ওটা cease not until your goal is reached হবে, dream no more নয়। যদি না এটা ২০২০ সালের বাজেট নিয়ে আমাদের সতর্কতাবাণী হয়।'
পালটা জবাব দেন নির্মলাও। তিনি বলেন, 'আমি খুশি যে আপনি আগ্রহী। উনি (স্বামী বিবেকানন্দ) কথা উপনিষদ থেকে শ্লোক উদ্ধৃত করেছিলেন। আমি The Awakened India থেকে এটা নিয়েছি। যা ১৮৯৮ সালের অগস্টে লেখা হয়েছিল। তা♋ছাড়া, আমি শ্লোকের নিচে উল্লেখ করেছি, কোথা থেকে নেওয়া হয়েছে🍬। আপনি আরও আগ্রহী হলে বলছি, আদভাইতা আশ্রম বইটি প্রকাশ করেছিল।'
নির্মলার জবাবের পর অবশ্য কথা বাড়াননি ওই টুইটার ইউজার। তিনি বলেন, 'আꦍমি সবসময় বিশ্বাস করি যে জেএনইউয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা দুর্দান্ত। রবিবার ভালো কাটুক ম্যাম।'
যদিও ওই টুইটার ইউজারের বিরুদ্ধে সরব হয়েছে নেটিজেনদ🥀ের 🌜একাংশ। অর্থমন্ত্রীকে 'সুইটি' বলায় তাঁকে আক্রমণ করা হয়। ব্যক্তিগত আক্রমণের মুখেও পড়েন ওই ব্যক্তি।