গণতন্ত্র নিয়ে তাৎপর্যপূর্ণ মতামত প্রকাশ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতীন গডকড়ি। তিনি মন্তব্য করেছেন, গণতন্ত্রে রাজার (শাসকদের) কঠোর সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকা উচিত। আর কঠোর সমালোচনার পর সমস্যাগুলি কীভাবে সংশোধন করা যায় সেগুলি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। গত শুক্রবার পুনের এমআইটি এখানে গৌরব গ্রন্থের প্রকඣাশ অনুষ্ঠানে যোগ দেন গড়কড়ি। সেখানেই তিনি একথা বলেন।
আরও পড়ুন: 'আমাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল𓂃', জল্পনা উ✱স্কে বড় দাবি গডকরির
কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, ‘গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা হল রাজা তার বিরুদ্ধে প্রকাশিত মতামতকেও সহ💙্য করতে পারে কিনা এবং তা নিয়ে আত্মদর্শন করতে পারে কিনা ।’ তিনি আরও বলেন, ‘ভারতে ভিন্ন মত থাকায় কোনও সমস্যা নেই। কিন্তু, এখানে মতামতের অভাব রয়েছে।’ একইসঙ্গে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী বলেন, ‘আমরা ডানপন্থী নই, বামপন্থীও নই। আমরা শুধু সুবিধাবাদী।’ তিনি লেখক ও বুদ্ধিজীবীদের নির্ভয়🌠ে মতামত প্রকাশ করার বার্তা দিয়েছেন।
গডকড়ি বলেন, ‘আমাদের গণতন্ত্র বিশ্বের সবচেয়ে বড়। এটি দ♛েশের কল্যাণের জন্য। সংবিধান আমাদের যা আছে তা প👍্রকাশ করার স্বাধীনতা দিয়েছে। আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি। যুগের সঙ্গে সঙ্গে সমাজও পরিবর্তন হচ্ছে।’
জাতিগত জনগণনা নিয়েও এদিন মুখ খোলেন গডকড়ি? তিনি বলেন, ‘ আমি দীর্ঘদিন রাজনীতিতে আছি।ꦰ আমার একমাত্র লক্ষ্য সমাজ সেবা করা। আদর্শের সঙ্গে কখনও আমি আপোষ করিনি। লোকসভা ভোটের আগে অনেককে বলেছি, কোনও ꧋ব্যক্তি তাঁর ধর্ম বা জাতপাতের গুণে বড় হন না, বড় হন তাঁর গুণে। সমাজ থেকে জাতপাতের ভেদাভেদ মুছে ফেলতে হবে।’