বিজয় স্বরূপ
বিহারে একেবারে চরম ডামাডোল অবস্থা। বিজেপি, আরজেডি, জেডিইউ সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। বিজেপিও দফায় দফায় বৈঠ🃏ক করেছে। বিজেপি নেতৃত্ব অবশ্য় দাবি করেন এটা রুটিন বৈঠক। তবে দলের নেতৃত্বের একাংশের মতে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের জানানো হয়েছে।
ব💙িজেপি সভা♈পতি সম্রাট চৌধুরী জানান, সামনেই লোকসভা ভোট। তা নিয়ে আলোচনা করার জন্য় এসেছি। বিহারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে।
এরপর রবিবার সকালে ফের আর একটা মিটিং হবে বলে জানা♔নো হয়েছে।
এদিকে রবিবার জেডিইউও তাদের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে। এক জেডিইউ নেতার দাবি, বিজেপির সঙ্গে যাওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। নতুন সরকার রবিবার অথবা সোমবার হতে 🔯পারে। এক জেডিইউ বিধায়ক জানিয়েছেন, আমরা নীতীশ কুমারজীর সঙ্গে আছি।
জেডিইউ মℱুখপাত্র নীরজ কুমার জানিয়েছেন, ২.৫ লা🍌খ শিক্ষক নিয়োগ নিয়ে আরজেডির আর বলার কিছু নেই।
এদিকে বিজেপির তরফে আবার দুজন উপমুখ্য়মন্ত্রীর ন🐓াম পেশ করা হতে পারে। সব মিলিয়ে নীতীশ সব অঙ্ক কীভাবে মেলান সেটাই দেখার। গ🎃োটা দেশ তাকিয়ে বিহারের দিকে।
এদিকে মুখ্🐻য়মন্ত্রী নীতীশ কুমার ব্রহ্মেশ্বরানাথ মন্দিরে পুজো দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্ব𝐆িনী চৌবের উপস্থিতিতে তিনি মন্দিরের উন্নতির কাজের উদ্বোধন করেছেন।
এদিকে বিজেপির অপর সহযোগী এলজেপি ও HAM নেতারাও তাদের নিজেদের🐠 শিবিরের সঙ্গে আলোচনায় বসছেন দফায় দফায়। জিতন রাম মাঝ🐠ি সাফ জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন।
এদিকে লোকজনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসোয়ান অমিত শাহ ও জেপি নড্ডার সঙ্গে দেখা করেছেন। তিনি জানিয়েছেন, বিহারে কী হচ্ছে সেটা জানা দরকার। অমিত শাহ ও জেপি নড্ডার সঙ্গে কথা হয়েছে। বিহার নিয়ে আমার🥀 উদ্বেগের কথা জানিয়েছি। নানা ইস্যুতে তাঁরা আমায় নিশ্চিত করেছেন। তবে জোটের ব্য়াপারে পরিস্থিতি খুব ইতিবাচক। আমরা এনডিএর সঙ্গী। পরিস্থিতি খুব দ্রুত আরও পরিস্কার হয়ে যাবে।