বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুম𝔍ার বুধবার দ্বারভাঙায় একটি অনুষ্ঠানে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোওদীর পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী নীতীশ কুমারকে তাঁর পাশে বসতে আমন্ত্রণ জানাচ্ছেন। এরপর বিহারের মুখ্যমন্ত্রী তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে যান। প্রধানমন্ত্রী মোদী অবশ্য তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে তাঁকে পা ছুঁয়ে প্রণাম করতে বাধা দেন🎀। পরে নীতীশ কুমারের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত মোদী বিহারের নীতীশ কুমারের থ𒁃েকে মাত্র এক বছরের বড়।
এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে প্র♔ণাম করার চেষ্টা করেছেন জেডিইউ প্🤡রতিষ্ঠাতা। গত জুনে পার্লামেন্টের সেন্ট্রাল হলে এক সমাবেশে তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করে উপস্থিত সবাইকে চমকে দিয়েছিলেন।
এর আগে, এপ্রিলে, নওয়াদায় একটি লোকসভা প্রচার সমাবেশে, তিনি সংক্ষিপ্তভাবে একই কাজ করেছিলেন, শ্রদ্ধা প্রদর্শনের একটি উল্লেখয🦹োগ্য অঙ্গভঙ্গি প্রদর্শন করেছিলেন যা অনেককে অবাক করেছিল।
'নীতীশ বাবু...': বিহারের মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বললেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের দ্বারভাঙ্গায় গিয়ে এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং ১২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্🅠বোধন করলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিহারের 🌺মুখ্যমন্ত্রী নীতীশ কু✅মারের প্রশংসা করেন এবং এমন একটি রাজ্যে সুশাসন আনার জন্য জোট শরিকের প্রশংসা করেন যা আগে ‘জঙ্গলরাজ’ এর অধীনে ছিল।
তিনি বলেন, ন💜ীতীশবাবু সুশাসনের মডেল তৈরি করেছেন। জঙ্গলরাজের যুগ থেকে বিহারকে টেনে তোলার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তাঁর (জিতনি সারাহ𒀰ানা কি জায়ে কাম হ্যায়) কোনও প্রশংসা খুব বেশি নয়। এখন এনডিএ-র ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্য দ্রুত, সর্বাত্মক উন্নতি করছে।